
আইসিসি (দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) স্পষ্ট করেছে যে ইংল্যান্ড দলকে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ৮ পয়েন্ট জরিমানা করা হয়েছে। ব্রিসবেনের গ্যাবায় স্লো ওভার রেটের কারণে শুরুতে ৫ পয়েন্টের কথা বলা হলেও এখন জানানো হয়েছে তা ৮ পয়েন্ট।
ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.২২ অনুযায়ী ক্রিকেটারদের ম্যাচ ফি’র ২০ শতাংশ করে কাটা যাবে বোলিং সাইডের নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ১ ওভার কম করাতে। যত ওভারই কম করা হোক না কেনো, সর্বোচ্চ জরিমানা ম্যাচ ফি’র ১০০ শতাংশ।
এর আগে আইসিসি ৫ ওভারের কথা বললেও ইংল্যান্ড আসলে ৮ ওভার কম করেছিল। তবে সর্বোচ্চ শাস্তি ১০০ শতাংশ হওয়ায় ১৬০ শতাংশ না হয়ে জরিমানা হয়েছিল ১০০ শতাংশ।
Clarification on WTC points penalty on England https://t.co/LDtWdOiRHz
— ICC Media (@ICCMediaComms) December 17, 2021
তবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সিস্টেম অনুযায়ী প্রতি ওভার কমের জন্য ১ টি করে পয়েন্ট কাটা যাবার কথা। প্লেইং কন্ডিশন ১৬.১.২ অনুযায়ী তাই ইংল্যান্ডের ৮ পয়েন্ট কমে গেছে।