

নিউজিল্যান্ডে যেয়ে বাংলাদেশ টেস্ট দলের অনুশীলন করার অপেক্ষা আরও বেড়েছে। শুরুতে অনুমতি পেলেও এক দিন পরে অনিবার্য কিছু কারণে তা প্রত্যাহার করে নেয় নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়।
নিউজিল্যান্ডে গতকাল অনুশীলনের অনুমতি মিলেছিল মুশফিক-লিটনদের (যাদের জিম করার অনুমতি ছিল)। যদিও বিরূপ আবহাওয়ার কারণে তা করতে পারেননি টাইগাররা। এবার সেই অনুমতিও আর বলবৎ নেই।
বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় নিউজিল্যান্ডে দলের সঙ্গে থাকা টিমস অপারেশন ম্যানেজার নাফিস ইকবাল জানান, ‘গতকাল আমরা অনুশীলনের অনুমতি পেয়েছিলাম। আজ কোনো অনিবার্য কারণে সরকারের দিক থেকে নিষেধ করা হয়েছে।’
‘আমাদের অনুশীলন কয়েকদিনের জন্য বন্ধ রাখতে বলা হয়েছে। অনিবার্য কিছু কারণে সরাসরি নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে এই নির্দেশনা এসেছে। আমাদের আরেকটি কোভিড টেস্ট বাকি রয়েছে। তিনটা টেস্ট করেছি। কোয়ারেন্টিনের ৯ম দিনে আরেকটি পরীক্ষায় সবাই নেগেটিভ এলে আমরা ছাড়পত্র পাব।’
নিউজিল্যান্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পারষ্পরিক আলোচনার মাধ্যমে কোয়ারেন্টাইন সংক্রান্ত যে সুবিধা বাংলাদেশ দল পেয়েছিল তা আর থাকছে না।
নাফিস ইকবাল বলেন, ‘আগে থেকেই ১৪ দিনের কোয়ারেন্টিনের নিয়ম ছিল। সফরে আসার আগে আলোচনার মাধ্যমে ৭ দিন করা হয়। এটাও আসলে ১০ দিনের। ৭ দিন এমআইকিউয়ের অধীনে, বাকি ৩ দিন অনুশীলন করলেও হোটেলে ফিরে আইসোলেশনে থাকতে হত। এখন এই ৩ দিনও হয়ত এমআইকিউয়ের অধীনেই থাকতে হবে।’
এদিকে নতুন করে দুই বছর মেয়াদে বাংলাদেশের স্পিন বোলিং কোচ হওয়া রঙ্গনা হেরাথ নিউজিল্যান্ডে যেয়ে করোনা টেস্টে পজিটিভ হওয়াতে শঙ্কা ছিল। নিউজিল্যান্ডে ডমেস্টিক ফ্লাইটে কোভিড পজিটিভ যাত্রীর আশেপাশে থেকে আইসোলেশনের মেয়াদ বেড়েছে মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ সহ কয়েকজন ক্রিকেটারের।
তবে নাফিস ইকবাল জানান শঙ্কার তেমন কিছু নেই। হেরাথ ভালো আছেন, তার অবস্থার উন্নতি হচ্ছে।
নাফিস বলেন, ‘হেরাথ ভালো আছে। ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আমাদের টিম নিয়মিত যোগাযোগ করছে। সুজন ভাই আছেন, আমি আছি। আশা করছি শীঘ্রই তাকে আমাদের সাথে পাব।’