

চলছে বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর খেলা। যেখানে ওয়ালটন সেন্ট্রাল জোনের প্রতিনিধিত্ব করা মোহাম্মদ মিঠুন ১ম ম্যাচে হয়েছেন ম্যাচসেরা। ১৭৬ রানের ইনিংস খেলে মিঠুন জানান দিয়েছেন ফুরিয়ে যাননি তিনি। সেটিও আবার নতুন ব্যাটিং পজিশনে, ওপেনিংয়ে।
ডানহাতি এই ব্যাটার জানেন সামনের মাসে শুরু হবে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)। তবে ফরম্যাট ভিন্ন বলে এখন বিপিএল নিয়ে ভাবছেন না মিঠুন। বিসিএলে মন দেওয়া মিঠুন বলছেন বিপিএল আসলে সেখানে মন দিবেন।
মিরপুরে গণমাধ্যমকে মিঠুন বলেন, ‘এখন মূল মনোযোগ বিসিএলের দিকেই। এরপর বিপিএল, যেটা পুরোপুরি ভিন্ন ফরম্যাট। একটাতে কম ঝুঁকি, আরেকটা বেশি ঝুঁকির। প্রত্যেক খেলোয়াড়ই নিজেকে কনভার্ট করে। বিসিএলে যেহেতু আছি এখানে কীভাবে ভালো করতে পারি তাতে মনোযোগ দিচ্ছি। বিপিএল আসলে বিপিএল নিয়ে চিন্তা করব।’
বিপিএলে মোহাম্মদ মিঠুনের পারফরম্যান্স ঠিক খারাপ বলা চলে না। নিজে বিপিএলের পারফরম্যান্সে সন্তুষ্ট, এবারও ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর মিঠুন।
মিঠুন বলেন, ‘আমার যে ধারাবাহিকতা, গত ৫ বছর বিপিএল যেমন পারফরম্যান্স করেছি, ইচ্ছা থাকবে এটাই ধরে রাখতে। গত ৫ বছরে প্রায় প্রতি বছরই শীর্ষ ১০ রান সংগ্রাহকের মধ্যে ছিলাম। এবার চেষ্টা থাকবে যত ওপরের দিকে যাওয়া যায়।’
এই মুহূর্তে জাতীয় দলের বাইরে মোহাম্মদ মিঠুন। জাতীয় দলে ফিরতে উন্নতির বিকল্প নেই। মোহাম্মদ মিঠুন বলছেন উন্নতি করতে চান খেলোয়াড় হিসাবে। যে দলেই খেলেন সে দলের চাহিদা পুরণে নজর তার।
মিঠুন বলেন, ‘খেলোয়াড় হিসেবে প্রতিদিন উন্নতি করতে চাই। নিজেকে আরও ভালো খেলোয়াড় করে তুলতে চাই। কোথায় যাব না যাব সেটা নির্ভর করছে পারফরম্যান্স কেমন হচ্ছে বা দলের চাহিদা কী এর ওপর।’