স্থগিত হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ

স্থগিত হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ
Vinkmag ad

ক্রিকেট মাঠে ফের ছড়াল করোনা আতঙ্ক। নতুন করে দাপট দেখাচ্ছে করোনা ভাইরাস। পাকিস্তান সফরে এসে বড় ধরনের দুঃসংবাদ শুনল ওয়েস্ট ইন্ডিজ। একে একে ছয় ক্রিকেটার কোভিড-১৯ পজিটিভ। আর সেই কারণেই স্থগিত হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ।

আজ বৃহস্পতিবার (১৬ই ডিসেম্বর) ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে এক বিবৃতি প্রকাশ করে জানায়, করোনা ভাইরাসের প্রভাবের কারণে স্থগিত ঘোষণা করা হল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ। যা আগামী শনিবার (১৮ই ডিসেম্বর) থেকে শুরু হওয়ার কথা ছিল। স্থগিত হওয়া এই ওয়ানডে সিরিজটি আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে।

প্রথমে কোভিড-১৯ টেস্টে পজিটিভ আসে ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার ও একজন স্টাফের। শেলডন কটরেল, রস্টন চেজ ও কাইল মায়ের্স ছিটকে যান টি-টোয়েন্টি সিরিজ থেকে। এরমাঝেই চলে টি-টোয়েন্টি সিরিজ। তবে শেষ টি-টোয়েন্টি আগে ওয়েস্ট ইন্ডিজ শিবিরের আরও ৫ সদস্য করোনা টেস্টে পজিটিভ হয়েছেন।

উইকেটরক্ষক ব্যাটসম্যান শাই হোপ, বাহাতি স্পিনার আকিল হোসেন, অলরাউন্ডার জাস্টিন গ্রিভসের সাথে করোনা টেস্টে পজিটিভ অ্যাসিস্ট্যান্ট কোচ রডি এস্টউইক ও টিম ফিজিশিয়ান ডক্টর অক্ষয় মানসিং।

করোনা আতঙ্কের মাঝেই করাচিতে আজ শেষ টি-টোয়েন্টি মাঠে গড়ায়। ১৮,২০ ও ২২ ডিসেম্বর মাঠে গড়ানোর কথা ছিল ৩টি ওয়ানডে। সিরিজ স্থগিত হওয়ায় দ্রুতই দেশে ফিরে উইন্ডিজের ক্রিকেটাররা। আর কোভিড-১৯ পজিটিভ ক্রিকেটার ও কোচি স্টাফরা করাচিতেই আইসোলেশনে থাকবেন। রিপোর্ট নেগেটিভ আসার পর তারা পাকিস্তান ছাড়ার অনুমতি পাবেন।

৯৭ ডেস্ক

Read Previous

জাদেজা বলছেন ‘লং ওয়ে টু গো’

Read Next

‘জার্সি ৭১ ক্যাম্পেইন’- বিসিবির কাছে বিসিএসএ’র আবেদন

Total
0
Share