

টেস্ট ক্রিকেট আরও খেলে যেতে চান ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। বুধবার জাতীয় দলের টেস্ট জার্সি পরা একটি ছবি টুইটারে শেয়ার দিয়ে এমন উদ্ধৃতি দেন।
ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন জাদেজা। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি।
”অনেক দূর যেতে হবে,’ টুইটারে লিখেন জাদেজা।
Long way to go???????????????? pic.twitter.com/tE9EdFI7oh
— Ravindrasinh jadeja (@imjadeja) December 15, 2021
এর আগে কিছু প্রতিবেদনে গুঞ্জন উঠে, সীমিত ওভারের ক্রিকেট দীর্ঘায়িত করার জন্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে পারেন তিনি। তবে তার টুইটে এ গুঞ্জনের অবসান ঘটে।
নিউজিল্যান্ডের বিপক্ষে কানপুর টেস্টে ডান হাতের বাহুর ইনজুরিতে পড়েন জাদেজা। স্ক্যান রিপোর্টের পর তার বাহুতে ফোলা আরও বেড়ে যায়।
এরপর তাকে বিশ্রামে দেওয়া হয় এবং নিউজিল্যান্ডের বিপক্ষে মুম্বাই টেস্ট থেকে সরিয়ে নেওয়া হয়।
Tags: ভারত রবীন্দ্র জাদেজা