

বিজয় দিবসে সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রতিবছরের মতো এবারও প্রীতি ম্যাচের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঠ মাতিয়েছেন আকরাম, নান্নুরা। ৪২ রানের জয় পেল শহীদ মুশতাক একাদশ। ৬০ রানের অনবদ্য ইনিংসে ম্যাচ সেরার পুরষ্কার জেতেন আতহার আলি খান।
আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবসের দিনে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শহীদ হওয়া ক্রিকেটার শহীদ জুয়েল ও শহীদ মুশতাকের নামে দুই ভাগ হয়ে আয়োজন হয় টি-টোয়েন্টি ম্যাচটি।
যেখানে টস হেরে প্রথম ব্যাট করে শহীদ মুশতাক একাদশ। শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ২৬, আতহার আলি খান ৬০, মোহাম্মদ রফিকের ব্যাট থেকে আসে ১৫ রান। তবে রান পাননি মিনহাজুল আবেদিন নান্নু (৩)।
শেষদিকে অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের অপরাজিত ৩১ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ১৫০ রানের সংগ্রহ পায় শহীদ মুশতাক একাদশ।
লক্ষ্য তাড়া করতে নেমে ১০৮ রানের বেশি করতে পারেনি শহীদ জুয়েল একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ ২৯* রান অধিনায়ক হাবিবুল বাশার সুমন। এছাড়া মুশফিকুর রহমান ২৭, হান্নান সরকার ১০, সাজ্জাদ আহমেদ ১১ রান করেন।
বল হাতে আলো ছড়ালেন শহীদ মুশতাকের তারেক আজিজ খান, ১৪ রান খরচায় দখলে নেন ২ উইকেট। সানোয়ার হোসেনও শিকার করেন ২টি উইকেট। এছাড়া মোহাম্মদ রফিক ও তালহা জোবায়ের ১টি করে উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোরঃ
শহীদ মুশতাক একাদশঃ ১৫০/৫ (২০ ওভার) শাহরিয়ার ২৬, আতহার ৬০, রফিক ১৫, নান্নু ৩, পাইলট ৩১* বেলিম ৬; রানা ২/২০, মুশফিকুর ১/২৭, মেহরাব ১/২৫, সজল ১/৩৯
শহীদ জুয়েল একাদশঃ ১০৮/৬ (২০ ওভার) মেহরাব ২, হান্নান ১০, সজল ১, মুশফিকুর ২৭, সাজ্জাদ ১১, হাবিবুল বাশার ২৯*, আনোয়ার ৬, রানা ১৩*; তারেক ২/১৪, সানোয়ার ২/২৬, রফিক ১/১২, তালহা ১/৮
ফলাফলঃ শহীদ মুশতাক একাদশ ৪২ রানে জয়ী
ম্যাচ সেরাঃ আতহার আলি খান (শহীদ মুশতাক একাদশ)।