রেস্টুরেন্টে ডিনার করে ছিটকে গেলেন প্যাট কামিন্স!

রেস্টুরেন্টে লাঞ্চ করে ছিটকে গেলেন প্যাট কামিন্স!

এবারের অ্যাশেজের আগেই অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক হয়েছিলেন প্যাট কামিন্স। ব্রিসবেনের গ্যাবায় দারুণ পারফর্ম করে দলের জয়ে সামনে থেকে নেতৃত্বও দিয়েছিলেন। তবে অ্যাডিলেড ওভালে পিংক টেস্টে আর কামিন্সের সার্ভিস পাচ্ছে না অস্ট্রেলিয়া।

করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসায় ছিটকে গেছেন প্যাট কামিন্স। তার অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া দলের নেতৃত্বভার পড়েছে স্টিভ স্মিথের কাঁধে। টেস্ট অভিষেক হবে মাইকেল নেসেরের। সহ অধিনায়কত্ব করবেন ট্রাভিস হেড।

নাইন পত্রিকায় প্রথম প্রতিবেদন প্রকাশ করা হয় যে কামিন্স অ্যাডিলেড রেস্টুরেন্টে তার ভাই ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের বোলার হ্যারি কনওয়ের খেয়েছিলেন। যেখানে এক প্যাট্রন করোনা টেস্টে পজিটিভ ছিলেন। কামিন্স অনতিবিলম্বে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসেন। এরপর পিসিআর টেস্টে নেগেটিভ হলেও কামিন্সকে আইসোলেটেড থাকতে হবে ৭ দিন।

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতি দিয়ে জানায় মিচেল স্টার্ক ও নাথান লায়ন ও রেস্টুরেন্টে ছিলেন তবে অন্য টেবিলে (আউটডোরে)। সাউথ অস্ট্রেলিয়া হেলথ জানায় তারা সংস্পর্শে না আসায় খেলতে পারবেন।

নিজে পিংক টেস্ট মিস করলেও মাইকেল নেসেরের জন্য উচ্ছ্বসিত অজিদের টেস্ট কাপ্তান।

৯৭ ডেস্ক

Read Previous

আকরাম বলছেন মাশরাফি খেললে বিপিএলের চাপ বেড়ে যাবে

Read Next

উইন্ডিজ শিবিরে আরেক দফা করোনার হানা

Total
0
Share