

গেল সপ্তাহে ভারতের ওয়ানডে দলের নেতৃত্ব হারিয়েছেন ভিরাট কোহলি। টেস্ট কাপ্তান কোহলি এই দায়িত্ব হারানোকে যৌক্তিক বলছেন। নিজের ব্যাখ্যাও দিয়েছেন কোহলি। তবে কোহলি জানান দল ঘোষণার মাত্র দেড় ঘন্টা আগে তাকে জানানো হয় এই সিদ্ধান্ত।
বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ‘আমি বুঝতে পারি কেনো, ঠিক কি কারণে আমাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা কোন আইসিসি ইভেন্ট জিতিনি। এই সিদ্ধান্ত সঠিক নাকি ভুল তা নিয়ে কোন বিতর্ক নেই। এটা যৌক্তিক সিদ্ধান্ত, যেটা আমি বুঝতে পারি।’
ভারতের সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান জানান ওয়ানডে দলের অধিনায়কত্ব থাকা বা না থাকা নিয়ে নির্বাচকদের সঙ্গে তার আগে কোন আলাপ হয়নি।
এএনআইকে তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত নেবার আগে যে আলাপ-আলোচনা হবার কথা বলা হয়েছে তা সত্য নয়। ৮ ডিসেম্বর টেস্ট দলের সিলেকশন মিটিং এর দেড় ঘন্টা আগে আমার সঙ্গে যোগাযোগ করা হয়।’
‘আমি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার পর থেকে ৮ ডিসেম্বরের আগ অব্দি আমার সঙ্গে কোন আলোচনা করা হয়নি। প্রধান নির্বাচক আমার সঙ্গে টেস্ট দল নিয়ে আলাপ করে যেটাতে আমরা সম্মত হই। কল শেষ করার আগে আমাকে বলা হয় ৫ নির্বাচক মিলে সিদ্ধান্ত নিয়েছে যে আমি আর ওয়ানডে অধিনায়ক থাকছি না। আমি উত্তর দিই ‘ওকে ফাইন’।’
রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে ভিরাট কোহলি বলেন, ‘রোহিত খুবই যোগ্য অধিনায়ক, ট্যাকটিক্যালি খুবই ভালো। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে ও ভারতের হয়ে যেসব ম্যাচে সে নেতৃত্ব দিয়েছে সেখানে আমরা এটা দেখেছি।’
নতুন কোচ রাহুল দ্রাবিড়ের প্রশংসা করে ভিরাট জানান রোহিত-দ্রাবিড় জুটি দলের জন্য যে ভিশনই তৈরি করুক না কেনো তা সফল করতে কাজ করবেন তিনি।
কোহলি বলেন, ;রাহুল ভাই খুবই ব্যালান্সড কোচ ও দারুণ ম্যান ম্যানেজার। সে ও রোহিত আমার পূর্ণ সমর্থন পাবে এবং তারা দলের জন্য যেই ভিশনই তৈরি করুক তাতে আমার অবদান থাকবে।’
‘আমি তাদের শতভাগ সাহায্য করব এবং দলকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সঠিক পথে এগিয়ে নিব।’