বিসিএলে জয় দিয়ে শুরু করল বিসিবি সাউথ জোন

বিসিএলে জয় দিয়ে শুরু করল বিসিবি সাউথ জোন

বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ২০২১-২২ এ জয় দিয়ে শুরু করল বিসিবি সাউথ জোন। রাজশাহীতে ইসলামী ব্যাংক ইস্ট জোনকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়েছে তারা।

৩য় দিন শেষেই জয়ের সুবাস পেতে শুরু করেছিল বিসিবি সাউথ জোন। ২য় ইনিংসে ৫ উইকেট হারিয়ে কেবল ২৬ রানের লিড নিতে পেরেছিল ইস্ট জোন।

ইস্ট জোনের আশার প্রদীপ হয়ে ছিলেন আফিফ হোসেন ধ্রুব। তবে ৭৩ রানে অপরাজিত থাকা আফিফ আজ আর করতে পেরেছেন মাত্র ১৩ রান। ইস্ট জোনের প্রতিরোধও তাই দ্রুত শেষ হয়েছে। আজ আর ৬২ রান তুলে অলআউট হয় তারা।

বিসিবি সাউথ জোনের পক্ষে ৪ উইকেট নেন নাহিদুল ইসলাম। ২ টি করে উইকেট নেন মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

৮৯ রানের সহজ লক্ষ্য খুব একটা বিপত্তি ছাড়াই পার করেছে সাউথ জোন। ২১.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে সাউথ জোন। ৬০ বলে ৭ চার ও ১ ছয়ে ৫৪ রান করে অপরাজিত থাকেন তৌহিদ হৃদয়। ইস্ট জোনের পক্ষে ২ টি উইকেটই নেন রেজাউর রহমান রাজা।

প্রথম ইনিংসে ১৫৮ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচসেরা হন বিসিবি সাউথ জোনের জাকির হাসান।

সংক্ষিপ্ত স্কোরঃ

ইসলামী ব্যাংক ইস্ট জোন ২৬০/১০ ও ২৫৭/১০ (৮৪.২), ইমরুল ৩৯, আশরাফুল ২৫, রনি ১২, দিপু ৫, আফিফ ৮৬, নাদিফ ১৭, শুক্কুর ৪০, রাজা ১১, নাইম ১৪, এনামুল ০, রুয়েল ০*; রানা ৫.২-২-২৭-১, নাসুম ২৬-৪-৮০-২, মেহেদী ২২-৫-৪৯-২, নাহিদ ১৪-৩-৩০-৪, ফরহাদ ৬-১-২৪-১

বিসিবি সাউথ জোন ৪২৯/১০ ও ৯০/২ (২১.৩), বিজয় ১১, পিনাক ২, অমিত ১৯*, হৃদয় ৫৪*; রাজা ৪-০-১৬-২

ফলাফলঃ বিসিবি সাউথ জোন ৮ উইকেটে জয়ী

ম্যাচসেরাঃ জাকির হাসান (বিসিবি সাউথ জোন)।

৯৭ প্রতিবেদক

Read Previous

নিউজিল্যান্ডে করোনা পজিটিভ রঙ্গনা হেরাথ

Read Next

হাসান মুরাদের ‘৬’, ইনিংস ব্যবধানে জিতল সেন্ট্রাল জোন

Total
0
Share