

শাদাব খানের ঝড়ো ব্যাটিং ও শাহীন শাহ আফ্রিদির দুরন্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিস্তান। করাচিতে ২য় টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকরা জয় পায় ৯ রানের ব্যবধানে। প্রথম ম্যাচে তারা জয় পেয়েছিল ৬৩ রানের ব্যবধানে। সিরিজের ৩য় ও শেষ ম্যাচ একই ভেন্যুতে ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম টসে জিতে ব্যাটিং নিলেও নিজের ব্যাটিং খরা কাটাতে পারেননি। মাত্র ৭ রানে ফিরে যান তিনি। তবে ইনফর্ম ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান (৩৮), ইফতিখার আহমেদের (৩২) চমৎকার ব্যাটিংয়ের পর শেষদিকে শাদাব খানের ১২ বলে অপরাজিত ২৮ রানের দাপুটে ইনিংসে পাকিস্তান ১৭২ রানের চ্যালেঞ্জিং স্কোর পায়। শাদাব খানের ইনিংসে ছিল ১টি চার ও ৩টি ছক্কার মার।
ক্যারিবিয়ানদের পক্ষে ওডিন স্মিথ ২ উইকেট নেন।
১৭৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ব্রেন্ডন কিংয়ের হাফ সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছিল ওয়েস্ট ইন্ডিজ। ৪৩ বলে ৬৭ রানের দারুণ ব্যাটিংয়ের পর কিং বিদায় নিলে ক্যারিবিয়ানদের জয়ের স্বপ্ন ধূসর হতে থাকে। শেষ দিকে রোমারিও শেফার্ড ১৯ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেললেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। ১৬৩ রানে অলআউট হয়ে যায় তারা।
পাকিস্তানের পক্ষে শাহীন আফ্রিদি ৩টি এবং মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ ২টি করে উইকেট পান।
মারকুটে ইনিংস খেলে ও নিয়ন্ত্রিত বোলিংয়ে (৪-০-২২-০) ম্যাচ সেরার পুরস্কার পান শাদাব খান।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তানঃ ১৭২/৮ (২০), রিজওয়ান ৩৮, বাবর ৭, ফখর ১০, হায়দার ৩১, ইফতিখার ৩২, নেওয়াজ ১, আসিফ ৯, শাদাব ২৮*, ওয়াসিম ৫, রউফ ০*; আকিল ৪-০-১৬-১, থমাস ৩-০-৩৫-১, শেফার্ড ৩-০-২৯-১, ওয়ালশ জুনিয়র ৪-০-৩০-১, স্মিথ ৩-০-২৪-২
ওয়েস্ট ইন্ডিজঃ ১৬৩/১০ (২০), হোপ ১, কিং ৬৩, ব্রুকস ১০, পুরান ২৬, পাওয়েল ৪, স্মিথ ১২, শেফার্ড ৩৫*, ড্রেকস ০, ওয়ালশ জুনিয়র ০, আকিল ২, থমাস ০; শাহীন আফ্রিদি ৪-০-২৬-৩, নেওয়াজ ৪-০-৩৬-২, ওয়াসিম ৪-০-৩৯-২, রউফ ৪-০-৪০-২
ফলাফলঃ পাকিস্তান ৯ রানে জয়ী
ম্যাচ সেরাঃ শাদাব খান (পাকিস্তান)।