

আগের দিনই ওয়ালটন সেন্ট্রাল জোনের দুই ওপেনার দলকে জোড়া শতক উপহার দেন। মিজানুর রহমান ১৬২ ও মোহাম্মদ মিঠুন ১৭৬ রান করে আউট হন। আজ সেঞ্চুরি করেছেন সেন্ট্রাল জোনের আরও এক ব্যাটসম্যান। ৩ নম্বরে নেমে প্রথম শ্রেণির ক্যারিয়ারে নিজের ৪র্থ শতক তুলে নিয়েছেন সৌম্য সরকার।
১৪৮ বলে ১০ চার ও ১ ছয়ে ১০৪ রান করে অপরাজিত থাকেন সৌম্য সরকার। রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে ওয়ালটন সেন্ট্রাল জোন।
View this post on Instagram
১ম ইনিংসে ওয়ালটন সেন্ট্রাল জোনের স্কোরবোর্ডে রান ৫৬৩, উইকেটের কলামে লেখা ৩।
২ উইকেটে ৪৩০ রান নিয়ে ২য় দিনের খেলা শেষ করেছিল সেন্ট্রাল জোন। ৩৯ রান নিয়ে সৌম্য সরকার ও ৪০ রান নিয়ে সালমান হোসেন ইমন অপরাজিত ছিলেন।
আজ তৃতীয় দিনে এসে ফিফটি পূর্ণ করে ফেরেন সালমান। ৭৭ বলে ৪ চার ও ১ ছয়ে ৫৩ রান আসে তার ব্যাট থেকে।
সৌম্য অবশ্য পান তিন অঙ্কের দেখা। এদিকে পাঁচে নেমে অপরাজিত ফিফটি তুলে নেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৫৭ বলে ৩ টি করে চার ও ছয়ে ঠিক ৫০ রান করে অপরাজিত থাকেন তিনি।
৩৪৪ রানের বড় লিড নিয়ে বিসিবি নর্থ জোনকে ২য় ইনিংসে ব্যাট করতে নামায় ওয়ালটন সেন্ট্রাল জোন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ দিনের এই ম্যাচ বাঁচানো নর্থ জোনের জন্য কঠিনই হবার কথা।