মনোনয়ন পেলেও পুরষ্কার জেতা হয়নি নাহিদা আক্তারের

featured photo updated v 4

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থে প্রথম বাংলাদেশি নারী হিসেবে মনোনয়ন পেলেও পুরষ্কার জেতা হয়নি নাহিদা আক্তারের। নভেম্বর মাসে অন ফিল্ডের পারফরম্যান্স ও অর্জনের সুবাদে নারী ক্যাটাগরি থেকে জয়ী হলেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুস। আর পুরুষ বিভাগের সেরা ক্রিকেটার হলেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।

সোমবার এক বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে আইসিসি (দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)।

নভেম্বর মাসের পারফরম্যান্স বিবেচনায় এনে পুরুষ ও নারী ক্যাটাগরিতে মোট ৬ জন ক্রিকেটার মনোনীত হয়েছিলেন। জিতেছেন ২ জন।

পুরুষ বিভাগের মনোনয়ন পেয়েছিলেন- আবিদ আলি (পাকিস্তান), টিম সাউদি (নিউজিল্যান্ড) ও ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)।

এই তিনজনের মধ্যে আইসিসির প্যানেল ও দর্শকদের ভোটে ডেভিড ওয়ার্নারকে নির্বাচিত করা হয়েছে মাস সেরা ক্রিকেটার।

নভেম্বর মাসের নারী বিভাগে সেরাদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিলেন বাংলাদেশের নাহিদা আক্তার। তাঁর সঙ্গে ছিলেন আনাম আমিন (পাকিস্তান) ও হেইলি ম্যাথুস (ওয়েস্ট ইন্ডিজ)। এরমধ্য হতে হেইলি ম্যাথুসকে নির্বাচিত করা হয় নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটার হিসেবে।

পুরুষ ও নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সের বিচারে আইসিসি বেছে নেয় মাসের সেরা ক্রিকেটার। তিন ফরম্যাটই আসে বিবেচনায়।

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ এর ভোটিং প্রসেসঃ

দুই ক্যাটাগরিতে (নারী ও পুরুষ) মনোনীতরা শর্টলিস্টেড হন এক মাসে অন ফিল্ডে তাদের পারফরম্যান্স ও মাসে তাদের অর্জন দিয়ে।

মনোনীতরা আইসিসির স্বাধীন ভোটিং অ্যাকাডেমি ও বিশ্বজুড়ে সমর্থকদের ভোট পান। সর্বোচ্চ ভোট পাওয়া ক্রিকেটার হন আইসিসি ক্রিকেটার অব দ্য মান্থ। ভোটিং অ্যাকাডেমি তাদের ভোট দেন ই-মেইলের মাধ্যমে, ভোটের ৯০ শতাংশ নির্ধারিত হয় তাদের ভোটের মাধ্যমে। বাকি ১০ শতাংশ থাকে সমর্থকদের আওতায়।

আইসিসি প্রতি মাসের দ্বিতীয় সোমবার বিজয়ীদের নাম ঘোষণা করে তাদের ডিজিটাল চ্যানেলে।

৯৭ ডেস্ক

Read Previous

রোহিতের সর্বনাশে প্রিয়াঙ্ক পাঞ্চালের পৌষ মাস

Read Next

বিজয় দিবস প্রীতি ম্যাচে এক ঝাঁক তারার মেলা

Total
0
Share