বিজয়ের আক্ষেপের দিন সেঞ্চুরির দ্বারপ্রান্তে জাকির

বিজয়ের আক্ষেপের দিন সেঞ্চুরির দ্বারপ্রান্তে জাকির
Vinkmag ad

বিএসএলের প্রথম রাউন্ডের ম্যাচে রাজশাহীতে আক্ষেপে পুড়লেন এনামুল হক বিজয়। মাত্র ১২ রানের জন্য সেঞ্চুরি মিস করেন ওপেনার বিজয়। বিজয়ের আক্ষেপের দিন সেঞ্চুরির দ্বারপ্রান্তে থেকে দিন শেষ করে আসেন জাকির হাসান। শেষদিকে জাকির-মেহেদীর ৬০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২৮ রানের লিড পেল বিসিবি দক্ষিণাঞ্চল।

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) প্রথম রাউন্ডের প্রথম দিনই ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে ২৬০ রানে গুটিয়ে দেয় বিসিবি দক্ষিণাঞ্চল। দিনের শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৩ রান করে দক্ষিণাঞ্চল।

আজ ম্যাচের দ্বিতীয় দিন সকালের সেশনেই দক্ষিণাঞ্চল হারায় ওপেনার পিনাক ঘোষের উইকেট। ১৬ রান করা পিনাককে বিদায় করেন নাইম হাসান। এরপর পরপর আরও দুই উইকেট হারিয়ে বিপাকে পরে যায় দক্ষিণাঞ্চল। অমিত হাসান ৪ ও তৌহিদ হৃদয় প্যাভিলিয়নে ফেরেন ৩ রান করে। তবে উইকেটের এক প্রান্ত আগলে রাখেন এনামুল হক বিজয়।

জাকির হাসান উইকেটে এসে দারুণ ভাবে সঙ্গ দেন বিজয়কে। এই দুইয়ের জুটিতেই স্বস্তি আসে দক্ষিণাঞ্চলের শিবিরে। এরমাঝে ফিফটি তুলে নেন ওপেনার বিজয়। সেঞ্চুরির পথেই ছিলেন বিজয়। কিন্তু বাঁধা হয়ে দাঁড়ালেন মোহাম্মদ আশরাফুল। থেকে যায় আক্ষেপ, ৮৮ রানে প্যাভিলিয়নে ফিরতে হয় এনামুল হক বিজয়কে। ১৫৬ বলে ১৪ চার ও ১ ছয়েরর সাহায্যে সাজানো তাঁর এই ইনিংস।

বিজয়ের বিদায়ে জাকিরের সঙ্গে ভাঙ্গে ১২৮ রানের জুটি। রান পাননি নাহিদুল ইসলাম। তাঁকে ফিরিয়ে পূর্বাঞ্চলের স্পিনার নাইম হাসান তুলে নেন নিজের তৃতীয় উইকেট। এরমাঝেই ফিফটি হাঁকিয়ে নেন উইকেটকিপার জাকির হাসান। অধিনায়ক ফরহাদ রেজার ব্যাট থেকে আসে ৩৮ রানের ইনিংস।

এরপর মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে দিনের বাকিটা সময় উইকেটে কাটিয়ে দেন জাকির হাসান। সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরেই তাঁর অবস্থান। অপরদিকে মেহেদী ২৮ রানে অপরাজিত। ৬ উইকেট হারিয়ে বিসিবি দক্ষিণাঞ্চল তুলেছে ২৮৮ রান। লিড এসেছে ২৮ রানের; হাতে বাকি আছে আরও ৪ উইকেট।

সংক্ষিপ্ত স্কোরঃ (দ্বিতীয় দিন শেষে)

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ১ম ইনিংসঃ ২৬০/১০ (৮৬.২ ওভার)

বিসিবি দক্ষিণাঞ্চল ১ম ইনিংসঃ ২৮৮/৬ (৮২ ওভার) এনামুল ৮৮, পিনাক ১৬, অমিত ৪, হৃদয় ৩, জাকির ৯১*, নাহিদুল ৭, ফরহাদ ৩৮, মেহেদী ২৮*; নাঈম ২১-৬-৯৫-৩, মোহাম্মদ এনামুল ১৫-১-৪০-১, আশরাফুল ১৯-২-৪৯-২

২৮ রানের লিড পেল বিসিবি দক্ষিণাঞ্চল।

৯৭ প্রতিবেদক

Read Previous

ডোমিঙ্গো-সুজনের পরামর্শে ওপেন করেই বাজিমাত করলেন মিঠুন

Read Next

আকাশ চোপড়ার সেরা টেস্ট একাদশে দুই পাকিস্তানি, নেই কোহলি-বুমরাহ

Total
0
Share