

শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের কনসালটেন্ট কোচ হয়েছেন। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এর নির্বাহী কমিটি টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির সাথে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিয়েছে।
এক বছরের জন্য এই নিয়োগ পেয়েছেন জয়াবর্ধনে। যা কার্যকর হবে ২০২২ সালের ১ জানুয়ারি থেকে।
Sri Lanka Cricket wishes to announce the appointment of former Sri Lanka Captain Mahela Jayawardena as the ‘Consultant Coach’ for the National Teams, effective 1st January 2022.
READ:https://t.co/8Kry3xwm62 #LKA #SLC— Sri Lanka Cricket ???????? (@OfficialSLC) December 13, 2021
এই নতুন দায়িত্বে মাহেলা জয়াবর্ধনে লঙ্কান জাতীয় দলের গোটা ক্রিকেটিং ইলিমেন্টের দায়িত্বে থাকবেন। এবং কৌশলগত সাপোর্ট দিবেন হাই পারপফরম্যান্স সেন্টারে ক্রিকেটার ও কোচদের।
জয়াবর্ধনে আগামী বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে কাজ চালিয়ে যাবেন শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সাথে।