

অ্যাশেজের প্রথম টেস্ট জিতেও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। ইনজুরিতে পড়ে অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গেলেন অজি পেসার জশ হ্যাজেলউড। বিপরীতে ইংলিশ শিবিরে ফিরেছে স্বস্তির হাওয়া, দ্বিতীয় অ্যাশেজ টেস্টের দলে ফিরছেন দুই অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড।
ইংলিশ কোচ ক্রিস সিলভারউড নিশ্চিত করে জানিয়েছেন, অ্যাডিলেডের পিংক বল টেস্টের একাদশে খেলবেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড।
ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ভাবনায় এই দুই অভিজ্ঞ পেসারকে অ্যাশেজের প্রথম টেস্টের সেরা একাদশে রাখেনি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
অন্যদিকে, গ্যাবায় প্রথম অ্যাশেজ টেস্টের সময় থেকেই চোটের সমস্যায় ভুগতে শুরু করেন জশ হ্যাজেলউড। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪ ওভার বোলিং করেছিলেন তিনি। হ্যাজেলউড ছিটকে পড়ায় অ্যাডিলেডে টেস্টের অস্ট্রেলিয়া দলে জায়গা পাওয়ার সুযোগ রয়েছে জাই রিচার্ডসন ও মাইকেল নেসেরের। পিংক বল টেস্টে না খেললেও তৃতীয় টেস্টের আগে ফিট হয়ে দলে ফিরবেন হ্যাজেলউড।
আগামী বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) থেকে অ্যাডিলেডে শুরু হবে অ্যাশেজের দ্বিতীয় ম্যাচ। যা হবে দিবারাত্রিতে অর্থাৎ গোলাপি বলে।
গ্যাবায় অ্যাশেজের প্রথম টেস্টে ৯ উইকেটের বড় সিরিজে সিরিজে এগিয়ে গেল স্বাগতিক অস্ট্রেলিয়া। আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই অ্যাডিলেডে পিংক বল টেস্টে নামতে চলেছে অস্ট্রেলিয়া। জয়ে ফিরতে মরিয়া ইংলিশদের অ্যাডিলেডেও দিতে হবে কঠিন পরীক্ষা।