

প্লেয়ার্স ড্রাফট শেষে চূড়ান্ত হল আসন্ন মৌসুমের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দলগুলোর স্কোয়াড। ড্রাফটে ৬ দল বেছে নিয়েছে তাদের স্কোয়াড। আগে থেকেই ৮ জন করে ক্রিকেটার রিটেইন করে রেখেছিল দলগুলো। তারা বাকি স্কোয়াড সাজিয়েছে আজকের প্লেয়ার্স ড্রাফটে।
আজ (১২ ডিসেম্বর) লাহোরের হাই পারফরম্যান্স সেন্টারে অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফট থেকে পিএসএলের ৬ ফ্র্যাঞ্চাইজি টেনে নেয় দেশি বিদেশি ক্রিকেটারদের।
ড্রাফট শেষে যেমন হল সপ্তম আসরের পিএসএলের ৬ দল-
মুলতান সুলতান্স
রিটেনশন- মোহাম্মদ রিজওয়ান, রাইলি রুশো, শোয়েব মাকসুদ, ইমরান তাহির, শান মাসুদ, খুশদিল শাহ ও শাহনওয়াজ ধানি।
প্লেয়ার্স ড্রাফট- টিম ডেভিড, ওডিয়ান স্মিথ, আনোয়ার আলি, রোভম্যান পাওয়েল, রুম্মান রইস, আসিফ আফ্রিদি, ইমরান খান, আমির আজমত, আব্বাস আফ্রিদি, ব্লেসিং মুজারাবানি এবং ইহসানুল্লাহ।
The #Janoobis who will star in the #HBLPSL7 #HBLPSLDraft pic.twitter.com/telXR8bvNB
— PakistanSuperLeague (@thePSLt20) December 12, 2021
করাচি কিংস
রিটেনশন- বাবর আজম, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নবি, মোহাম্মদ আমির, জো ক্লার্ক, শারজিল খান, আমির ইয়ামিন ও মোহাম্মদ ইলিয়াস।
প্লেয়ার্স ড্রাফট- ক্রিস জর্ডান, লুইস গ্রেগরি, টম অ্যাবেল, রোহেল নাজির, উমাইদ আসিফ, মোহাম্মদ ইমরান, ফয়সাল আকরাম, কাসিম আকরাম, তালহা আহসান এবং রোমারিও শেফার্ড।
Karachi’s Kings for #HBLPSL7 ???? #HBLPSLDraft pic.twitter.com/vyqxg0Cn20
— PakistanSuperLeague (@thePSLt20) December 12, 2021
লাহোর কালান্দার্স
রিটেনশন- শাহীন শাহ আফ্রিদি, রাশিদ খান, ডেভিড ভিসা, হারিস রউফ, মোহাম্মদ হাফিজ, সোহেল আখতার, জিশান আশরাফ ও আহমেদ ড্যানিয়েল।
প্লেয়ার্স ড্রাফট- ফখর জামান, আব্দুল্লাহ শফিক, ফিল সল্ট, হ্যারি ব্রুক, ডিন ফক্সক্রফট, কামরান গুলাম, মাআজ খান, জামান খান, সামিত প্যাটেল এবং সৈয়দ ফরিদউন।
Qalandars squad for the #HBLPSL7
????#HBLPSL7 l #HBLPSLDraft pic.twitter.com/xarxa8mWfj— PakistanSuperLeague (@thePSLt20) December 12, 2021
ইসলামাবাদ ইউনাইটেড
রিটেনশন- আসিফ আলী, হাসান আলী, শাদাব খান, ফাহিম আশরাফ, অ্যালেক্স হেলস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আজম খান ও পল স্টার্লিং।
প্লেয়ার্স ড্রাফট- কলিন মুনরো, মার্সেন্ট ডি ল্যাঞ্জ, রিস টপলি, জাফর গোহর, মোহাম্মদ আখলাক, দানিশ আজিজ, জিশান জামির, মুবাসির খান, আতহার মেহমুদ এবং রহমানুল্লাহ গুরবাজ।
Here’s the @IsbUnited team roster after a successful #HBLPSLDraft ???? #HBLPSL7 pic.twitter.com/5rqNcGex9F
— PakistanSuperLeague (@thePSLt20) December 12, 2021
পেশোয়ার জালমি
রিটেনশন- ওয়াহাব রিয়াজ, লিয়াম লিভিংস্টোন, শোয়েব মালিক, শেরফানে রাদারফোর্ড, হায়দার আলী, সাকিব মাহমুদ, হুসাইন তালাত ও টিম কোহলার-ক্যাডমোর।
প্লেয়ার্স ড্রাফট- হজরতউল্লাহ জাজাই, উসমান কাদির, সামীন গুল, কামরান আকমল, সালমান আরশাদ, আরশাদ ইকবাল, মোহাম্মদ আমির খান, সিরাজউদ্দিন, বেন কাটিং এবং মোহাম্মদ হ্যারিস।
Here are your players for the #ZKingdom ????#HBLPSLDraft I #HBLPSL7 pic.twitter.com/Qth24rCRS3
— PakistanSuperLeague (@thePSLt20) December 12, 2021
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স
রিটেনশন- জেমস ভিন্স, সরফরাজ আহমেদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন ও নাসিম শাহ।
প্লেয়ার্স ড্রাফট- জেসন রয়, জেমস ফকনার, উমর আকমল, সোহেল তানভীর, বেন ডাকেট, খুররাম শেজাদ, নাবীন উল হক, আছার কোরেশী, আব্দুল ওয়াহিদ বাংলাজাই, নূর আহমেদ এবং আহসান আলি।
The #PurpleForce with their team roster for the #HBLPSL7 ????#HBLPSL7 I #HBLPSLDraft pic.twitter.com/tNnCv4lTxy
— PakistanSuperLeague (@thePSLt20) December 12, 2021