হোয়াটমোরের চেয়ারে বসছেন পুবুদু

হোয়াটমোরের চেয়ারে বসছেন পুবুদু
Vinkmag ad

নেপাল জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে নিয়োগ পেয়েছেন পুবুদু দাসানায়েক। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএন) তাদের বোর্ড সভা শেষে এই তথ্য নিশ্চিত করেছে।

ওমানে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ ২ শেষে সেপ্টেম্বরে পদত্যাগ করেন ডেভ হোয়াটমোর। তার রেখে যাওয়া চেয়ারে বসছেন পুবুদু সাসানায়েক।

আইসিসির অ্যাসোসিয়েট সদস্য দেশের কোচ হিসাবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে পুবুদু দাসানায়েকের। ২০০৭ থেকে ২০১১ সাল অব্দি কানাডার কোচ থাকার পর ২০১৬ পর্যন্ত নেপাল দলের সঙ্গে কাজ করেছেন পুবুদু।

পুবুদুর অধীনেই নেপাল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে (২০১৪) প্রথমবারের মত অংশ নেয়। ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত পুবুদু দাসানায়েক যুক্তরাষ্ট্রের কোচ ছিলেন।

৫১ বছর বয়সী পুবুদু ১৯৯৩-৯৪ সালে শ্রীলঙ্কার হয়ে উইকেটরক্ষক হিসাবে খেলেছেন ১১ টেস্ট, ১৬ ওয়ানডে। ২০০১ সালে শ্রীলঙ্কা ছেড়ে কানাডায় থিতু হন। সেখানে ৪ বছর রেসিডেন্সি রিকুয়ারমেন্ট পূর্ণ করে খেলার যোগ্য হন কানাডার জন্য।

৩৬ বছর বয়সে খেলা ছেড়ে কোচিংয়ে মন দেন পুবুদু, শুরু করেন কানাডার হয়েই।

৯৭ ডেস্ক

Read Previous

অ্যাশেজ: পার্থের বদলী হোবার্ট

Read Next

বাংলাদেশের ব্র‍্যান্ড অব ক্রিকেটে আগ্রহী কোলকাতা

Total
0
Share