পাকিস্তানে এসে উইন্ডিজের তিন খেলোয়াড় কোভিড পজিটিভ

পাকিস্তানে এসে উইন্ডিজের তিন খেলোয়াড় কোভিড পজিটিভ
Vinkmag ad

পাকিস্তান সফরে এসেই বড় ধরনের দুঃসংবাদ শুনল ওয়েস্ট ইন্ডিজ। কোভিড-১৯ টেস্টে পজিটিভ এসেছে তিন ক্রিকেটার ও একজন স্টাফের। শেলডন কটরেল, রোস্টন চেজ ও কাইল মায়ের্স ছিটকে গেলেন টি-টোয়েন্টি সিরিজ থেকে।

আজ রবিবার (১২ই ডিসেম্বর) ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এক বিবৃতি প্রকাশ করে জানায়, করাচিতে কোভিড টেস্টের পর পেসার শেলডন কটরেল, অলরাউন্ডার রস্টন চেজ এবং কাইল মায়ের্স সহ টিম ম্যানেজমেন্ট ইউনিটের এক সদস্যের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাই আসন্ন পাকিস্তান সিরিজে অংশগ্রহণ করতে পারবেন না তারা।

কোভিড পজিটিভ চারজনই ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড থেকে বিচ্ছিন্ন থাকবেন। এবং দলের চিকিৎসক অক্ষয় মানসিংহের তত্ত্বাবধানে রয়েছেন। দশ দিনের জন্য রুম আইসোলেশনে থাকবে, যতক্ষণ না তাঁদের পিসিআর পরীক্ষার ফলাফল নেগেটিভ আসবে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগামী সোমবার, ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে করাচি জাতীয় স্টেডিয়ামে।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াডঃ

নিকোলাস পুরান (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, শেলডন কটরেল, ডমিনিক ড্রেকস, শাই হোপ, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, কাইল মায়ের্স, গুদাকেশ মতি, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ, ওশানে থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র ও রোভম্যান পাওয়েল।

ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফরের সূচীঃ

১৩ ডিসেম্বর – প্রথম টি-টোয়েন্টি, করাচি
১৪ ডিসেম্বর – দ্বিতীয় টি-টোয়েন্টি, করাচি
১৬ ডিসেম্বর – তৃতীয় টি-টোয়েন্টি, করাচি

১৮ ডিসেম্বর – প্রথম ওয়ানডে, করাচি
২০ ডিসেম্বর – দ্বিতীয় ওয়ানডে, করাচি
২২ ডিসেম্বর – তৃতীয় ওয়ানডে, করাচি। 

৯৭ ডেস্ক

Read Previous

রাত পোহালে শুরু হচ্ছে বিসিএল

Read Next

ইংল্যান্ডকে ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা, সঙ্গে কাটা গেল ৫ পয়েন্ট

Total
0
Share