

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বর্তমান অধিনায়ক সরফরাজ আহমেদ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন মৌসুমকে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির জন্য স্মরণীয় করে রাখতে চাচ্ছেন।
সরফরাজ মনে করেন, আফ্রিদিকে পাওয়ায় তার দল উপকৃত হবে এবং আফ্রিদির বিস্তর অভিজ্ঞতা থেকে কিছু শিখতে আগ্রহী তিনি।
‘আফ্রিদি আমার গুরুজন এবং সে আমাদের দলের সম্পদে পরিণত হবে। পিএসএল ৭ জিতে আমরা আফ্রিদির জন্য এবারের টুর্নামেন্ট স্মরণীয় করে রাখতে চাই।’
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১, বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ- পাকিস্তান খেলেছে দারুণ ক্রিকেট। ভবিষ্যতেও পাকিস্তান এমন সাফল্য বজায় রাখবে বলে মনে করেন সরফরাজ।
‘গত ৮ মাস ধরে পাকিস্তান দুর্দান্ত ক্রিকেট খেলে চলেছে। আশা করি, সামনের সিরিজে পাকিস্তান জিতবে,’ এ-স্পোর্টসকে বলেন সরফরাজ।
কোয়েটার অধিনায়ক বলেন, পাকিস্তানের প্রতিনিধিত্ব না করতে পেরে তিনি দুঃখ ভারাক্রান্ত নন এবং তার পদ্যকে জনগণের গুরুত্বের সাথে নেওয়ার কিছু নেই।
‘আমার কবিতাকে গুরুত্ব দিবেন না। আমার মন খারাপ না। আমি ক্রিকেট উপভোগ করছি এবং নাটক দেখছি,’ বলে শেষ করেন তিনি।