

ব্রিসবেনে অ্যাশেজের প্রথম টেস্টে ৯ উইকেটের বড় জয় পেল অস্ট্রেলিয়া। স্বাগতিকদের অলরাউন্ড পারফরমেন্সের সামনে কোনও প্রতিরোধ দেখাতে পারেনি ইংলিশরা। ফলে চতুর্থ দিনেই শেষ হয়ে গেল ম্যাচ। জয় দিয়ে অধিনায়কত্বের অভিষেক রাঙালেন প্যাট কামিন্স। অতিমানবীয় ইনিংসে ম্যাচ সেরার পুরষ্কার জিতলেন ট্রাভিস হেড।
গ্যাবায় টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ইংল্যান্ড ১৪৭ রানে গুটিয়ে যাওয়ার পর ট্রাভিস হেডের দেড়শ পার করা অনিন্দ্য সুন্দর এক ইনিংসে অজিরা পায় ৪২৫ রানের বড় সংগ্রহ। দ্বিতীয় ইনিংসে ২৯৭ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।
অস্ট্রেলিয়ার হয়ে নাথান লায়ন ৯১ রান খরচায় ৪ উইকেট নেন। এর মধ্যেই অস্ট্রেলিয়ার হয়ে সাদা পোশাকে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন লায়ন। বিশ্বের ১৭তম খেলোয়াড় হিসেবে এই কীর্তি অর্জন করেন এবং শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকমার পর শুধুমাত্র তৃতীয় অস্ট্রেলিয়ান এখন লায়ন। দীর্ঘ ১১ মাস ধরে ৩৯৯ উইকেটে আটকে ছিলেন লায়ন। অবশেষে ব্রিসবেনে প্রথম অ্যাশেজ টেস্টের চতুর্থ দিনে ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালানকে ৮২ রানে প্যাভিলিয়নে পাঠিয়ে এলিট লিস্টে জায়গা করে নেন তিনি। অভিষেকের এক দশক পর এই কীতিতে পৌঁছান নাথান পাঠান।
প্রথম ইনিংসে ৫ উইকেটের পরে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেন অধিনায়ক প্যাট কামিন্স। ক্যামেরন গ্রিনও নেন ২ উইকেট। এছাড়া মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড ১টি করে উইকেট পান।
দ্বিতীয় ইনিংসে নেমে ইংলিশ ব্যাটিংলাইন অস্ট্রেলিয়াকে মাত্র ২০ রানের টার্গেট দিতে সক্ষম হয়, যে লক্ষ্যে অজিরা পৌঁছে যায় কেবল অ্যালেক্স ক্যারির উইকেটের বিনিময়ে।