
জাফনা কিংসের লেগ-স্পিনার ওয়ানিন্দু হাসরাঙ্গা লঙ্কা প্রিমিয়ার লিগের চলমান মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তিন ম্যাচে ইতিমধ্যে তাঁর দখলে পাঁচ উইকেট। তবে শ্রীলঙ্কার এই আন্তর্জাতিক তারকা, একদিন তাঁর অন্যতম প্রিয় ব্যাটসম্যান ভিরাট কোহলির উইকেট পাওয়ার আশা করছেন।
শুধুই ভিরাট কোহলিই নয়, তাঁর ক্ষুধার্ত চোখে টার্গেটে রয়েছে বাবর আজম, গ্লেন ম্যাক্সওয়েলের নামও,
‘আমি একদিন আমার প্রিয় ক্রিকেটার ভিরাট কোহলির উইকেট পেতে চাই। বাবর আজম এবং গ্লেন ম্যাক্সওয়েলের উইকেটও নিতে চাই।’
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা গ্রুপ পর্ব না টপকাতে পারলেও ৮ ম্যাচে ১৬টি উইকেট নিয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। তাঁর ব্যক্তিগত সাফল্যের কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, হাসরাঙ্গা বলেন যে তিনি সর্বদা তাঁর দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করেন।
‘যখন বোলিং করি, আমি সবসময় উইকেট নেওয়ার চেষ্টা করি। যখন জাতীয় দলে থাকি, আমি সবসময় দলের জন্য আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। সেজন্যই আমি সফল হই।’
আত্মবিশ্বাসী হাসরাঙ্গা মিডিয়া এবং ভক্তদের চাপ অনুভব করতে চান না; যে তাঁকে কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন এবং রঙ্গনা হেরাথের সাথে তুলনা করা হয়।
‘আমি সবসময় পারফর্ম করতে অনুপ্রাণিত। আমি কোনো চাপ অনুভব করি না। আমি পরবর্তী মুরালিধরন বা হেরাথ হতে চাই না। আমি প্রথম হাসরাঙ্গা হতে চাই।’