

ভারতের সাবেক অলরাউন্ডার, প্রধান কোচ মদন লাল বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) এর সিদ্ধান্তে একদমই খুশি নন। ভিরাট কোহলিকে সরিয়ে ভারতের ওয়ানডে অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য মদন লাল বলছেন কোহলিকে বাদ দেবার কোন দরকার ছিল না।
মদন লাল আরও বলেন এই সিদ্ধান্ত ভিরাট কোহলির টেস্ট অধিনায়কত্বেও প্রভাব ফেলবে। বিসিসিআইয়ের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে মদন লাল বলেন কোন দল তৈরি করা খুব কঠিন, তবে ভেঙে ফেলা বেশ সহজ।
হিন্দুস্থান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে মদন লাল বলেন, ‘আমি জানি না নির্বাচকরা কি ভেবে এটা করেছে। যখন ভিরাট কোহলি আপনাকে ভালো ফল এনে দিচ্ছিল তখন তাকে পরিবর্তনের দরকার পড়ল কেনো? আমি টি-টোয়েন্টির টা বুঝতে পারি, অনেক ক্রিকেটের ভিড়ে বাকি দুই ফরম্যাটে মন দেবার জন্য।’
‘তবে ওয়ানডেতে সফল অধিনায়ক হবার পরেও আপনি বাদ পড়লেন। এটা তাকে পিঞ্চ করবে। আমি ভাবছিলাম কোহলি ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকবে। কোন দল গড়া বেশ কঠিন, তবে তা ভেঙে দেওয়া খুব সোজা।’
কোহলির অধিনায়কত্ব কেড়ে নেওয়া প্রসঙ্গে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির দেওয়া ব্যাখ্যা পছন্দ হয়নি মদন লালের। সৌরভ গাঙ্গুলি বলেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দুই ভিন্ন অধিনায়ক থাকা অযৌক্তিক, সেকারণে তারা কোহলিকে সরিয়ে দিয়েছেন।
গাঙ্গুলির মন্তব্য সম্পর্কে মদন লাল বলেন, ‘আমি বুঝতে পারছি না এখানে কনফিউজড হবার কি আছে! প্রত্যেক অধিনায়কের ভিন্ন ভিন্ন স্টাইল আছে, এখানে কনফিউশনের জায়গা নেই। ভিরাট ও রোহিতের দলকে নেতৃত্ব দেবার ভিন্ন ভিন্ন স্টাইল আছে। মাহেন্দ্র সিং ধোনিরও নিজস্ব এক স্টাইল ছিল। আন্তর্জাতিক পর্যায়ে পেশাদারিত্ব ও সবসময় পারফর্ম করাটা ম্যাটার করে।’