

আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংযুক্ত আরব আমিরাতে ব্যর্থ বাংলাদেশের অস্ট্রেলিয়ায় ভালো করার লক্ষ্যে এতোদিনে পরিকল্পনা সাজানোরই কথা ছিলো। অথচ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলছেন তিনি কিছুই জানেন না। বরং দেখিয়ে দিলেন নির্বাচক, ম্যানেজমেন্টকে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পূরণ করেছে ব্যর্থতার ষোলকলা। স্কটল্যান্ডের কাছে হেরে কঠিন সমীকরণ উতরে পৌঁছায় সুপার টুয়েলভে। কিন্তু সুপার টুয়েলভে হেরেছে সবকটি ম্যাচেই। বিশেষ করে হারের ধরণ দেখে যে কেউ বলতেই পারেন দেশের ক্রিকেট ইতিহাসের বাজে পারফরম্যান্সগুলোর মধ্যে উপরেই থাকবে এই বিশ্বকাপ মিশন।
ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে স্বাভাবিক প্রক্রিয়া মতে পরবর্তী বিশ্বকাপের প্রস্তুতি, পরিকল্পনা সাজানোর কথা এখন থেকেই। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের যে নেই এক বছরও বাকি। কিন্তু অধিনায়ক রিয়াদ নিজেকে এই পরিকল্পনার অংশই মনে করছেন না।
আজ (১০ ডিসেম্বর) মিরপুরে বিসিবি একাডেমি কাপের ট্রফি উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের রিয়াদ বলেন, ‘পরিকল্পনার বিষয়টাতো আসলে আমার অংশ না মূলত। এটা ডেভেলপমেন্টে যারা আছেন বা নির্বাচক প্যানেলে যারা আছেন, ম্যানেজমেন্ট আছেন উনারা ভালো বলতে পারবেন।’
‘আমি শুধু খেলোয়াড়ী দিক থেকে বলতে পারি যে জিনিসগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে অবশ্যই চিন্তা করতে হবে, ভবিষ্যতে এমন পরিস্থিতি আসলে যেনো আরও উন্নতি করতে পারি। এবং এ জিনিসগুলো নিয়ে যেন বেটার পারফরম্যান্স করতে পারি।’
অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে ধারাবাহিকভাবে নিজেদের ভুল শুধরে নিতে পারলে দারুণ কিছু অর্জন সম্ভব বলছেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক।
তার মতে, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি অস্ট্রেলিয়ার কন্ডিশন খুবই ভালো। ট্রু বাউন্স, ট্রু পেস থাকে। এখন বিষয়টা আমাদের উপর, কীভাবে আমরা জিনিসটা হ্যান্ডেল করি। আগে যে জিনিসটা বলে আসছি, সম্ভবত আমাদের ব্যাটিং ইউনিটকে আরও ভালো করতে হবে।’
‘বোলিং ইউনিট আমি মনে করি ধারাবাহিকভাবে ভালো করছে। কিছু ছোটখাটো জিনিস আছে সেগুলো আমরা যদি ধারাবাহিকভাবে প্রতিটি সিরিজে উন্নতি করি তবে ইন শা আল্লাহ আমরা খুব ভালো কিছু অর্জন করতে পারবো।’