

টানা ৫ জয়ের পর অবশেষে আবার পরাজয়ের স্বাদ পেল বাংলা টাইগার্স। আবু ধাবি টি-টেন লিগের এবারের আসরে বাংলাদেশি মালিকানাধীন দলটির এটি ৮ম ম্যাচে ৩য় পরাজয়।
দিল্লি বুলসের বিপক্ষে ১২ রানে হেরেছে ফাফ ডু প্লেসিসের দল। আগের ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাওয়া বাংলা টাইগার্স এখন পয়েন্ট তালিকার ৩ নম্বরে।
আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে জিতে আগে দিল্লি বুলসকে ব্যাটিং করতে পাঠান বাংলা টাইগার্স অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
বাংলা টাইগার্স বোলাররা ভালোভাবেই চেপে ধরে দিল্লি বুলসকে। কেউই ওভাবে রান প্যাডেলে পা দিতে পারেননি। ব্যাতিক্রম ছিলেন এউইন মরগান। ১৯ বলে ৩ চার ও ২ ছয়ে ৩৫ রান করেন তিনি। এছাড়া অধিনায়ক ডোয়াইন ব্রাভো ২ বলে ৭ রান করে অপরাজিত থাকেন।
৭ উইকেটে ১০০ রান করে দিল্লি বুলস। বাংলা টাইগার্সের পক্ষে ২ টি করে উইকেট নেন মোহাম্মদ আমির, জেমস ফকনার ও লুক ফ্লেচার। ১ উইকেট নেন লুক উড।
তুলনামূলক সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সুবিধা করে উঠতে পারেনি বাংলা টাইগার্স টপ অর্ডার। জনসন চার্লস ৩, হযরতউল্লাহ জাজাই ৮, উইল জ্যাকস ০, করিম জানাত ৮ রান করে আউট হন।
পাঁচে নেমে অধিনায়ক ফাফ ডু প্লেসিস চেষ্টা করেন বটে তবে তা যথেষ্ট হয়নি। ১৬ বলে ২৬ রানের ইনিংস খেলেন তিনি। শেষের দিকে বিষ্ণু সুকুমারান ১০, লুক ফ্লেচার (১৯*) কেবল ব্যবধান কমাতে পারেন।
৯ উইকেটে ৮৮ রানে থামে বাংলা টাইগার্স, ম্যাচ হারে ১২ রানে। দিল্লি বুলসের পক্ষে ৯ রান খরচে ৪ উইকেট নেন ডমিনিক ড্রেকস। ২ টি করে উইকেট নেন ডোয়াইন ব্রাভো ও আদিল রশিদ।
The unbeaten streak ends here…
We move on to the next one. 👊🏻#AbuDhabiT10 #BanglaTigers #LetsGoHunt pic.twitter.com/zuyaBneLbq
— Bangla Tigers (@BanglaTigers_ae) November 28, 2021
সংক্ষিপ্ত স্কোরঃ
দিল্লি বুলস ১০০/৭ (১০), গুরবাজ ১৩, রাইট ১১, রাদারফোর্ড ৩, মরগান ৩৫, নাইব ১১, শেফার্ড ৯, ড্রেকস ১, ব্রাভো ৭*, রশিদ ২*; উড ২-০-১৮-১, আমির ২-০-১৩-২, ফকনার ২-০-১৮-২, ফ্লেচার ২-০-২১-২
বাংলা টাইগার্স ৮৮/৯ (১০), চার্লস ৩, জাজাই ৮, জ্যাকস ০, করিম ৮, ডু প্লেসিস ২৬, হাওয়েল ৩, উড ০, ফকনার ০, সুকুমারান ১০, ফ্লেচার ১৯*, আমির ৩*; ব্রাভো ২-০-২৫-২, রশিদ ২-০-১৬-২, শিরাজ ২-০-১৯-১, ড্রেকস ২-০-৯-৪।
ফলাফলঃ দিল্লি বুলস ১২ রানে জয়ী।
ম্যাচসেরাঃ ডমিনিক ড্রেকস (দিল্লি বুলস)।