

চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত গতিতে ছুটে চলছে পাকিস্তান। ভারতকে ১০ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা পাকিস্তান এখন অব্দি অপরাজিত। সেমিফাইনালের আগে অবশ্য মাথাব্যাথার কারণ হয়ে এসেছিল মোহাম্মদ রিজওয়ান ও শোয়েব মালিকের ফ্লু।
গতকাল এই ফ্লু এর কারণে অনুশীলন করতে পারেননি দুইজন। যদিও করোনা টেস্টে দুজনই ছিলেন নেগেটিভ। তবে শঙ্কা ছিল সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা খেলতে পারবেন কিনা।
সেই শঙ্কা অবশ্য দূর হয়েছে। রিজুয়ান ও মালিক দুজনই ফিটনেস টেস্টে উতরে গিয়েছেন। এবং সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরকে পাবে পাকিস্তান।
Wicketkeeper Mohammad Rizwan and all-rounder Shoaib Malik have cleared the fitness test and will be available for the semi-final, today, against Australia ✅#PAKvAUS #T20WorldCup pic.twitter.com/dkqVQZD9G2
— Cricket Pakistan (@cricketpakcompk) November 11, 2021