যেকারণে সুরিয়ার চেয়ে ইশানকে এগিয়ে রাখছেন সালমান বাট

যেকারণে সুরিয়ার চেয়ে ইশানকে এগিয়ে রাখছেন সালমান বাট

ভারতীয় দলে সুরিয়াকুমার যাদবের পরিবর্তে ইশান কিশানের সুযোগ পাওয়া উচিত, এমনটাই অভিমত দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট। সম্প্রতি আইপিএলেও তেমন একটা ফর্মে ছিলেন না সুরিয়াকুমার।

নিজের ইউটিউব চ্যানেলে সালমান বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজে সুরিয়াকুমারের ব্যাটে যেভাবে রানের ফোয়ারা ছুটেছিল, সেভাবে রান পায়নি আইপিএলে। ২য় পর্বের শেষ ম্যাচ ছাড়া আইপিএলের অন্যান্য ম্যাচগুলোতে স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি সে।’

‘সুরিয়ার পরিবর্তে ইশান কিশানকে সুযোগ দেওয়া যেতে পারে। সে দুর্দান্ত ফর্মে আছে। আমার মতে সুরিয়া এবং ইশানের মধ্যকার যেকোন একজনকে ভারতের ম্যানেজমেন্ট মূল একাদশে রাখতে পারে। বর্তমান ফর্ম বিবেচনায় ইশান এগিয়ে থাকবে। খেলায় পরিবর্তন এনে দিতে পারে, এমন ইনিংস সে খেলতে জানে।’

ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১৮৯ রানের টার্গেটে নেমে ৪০ বলে ৭০ রান করে দলকে জয় এনে দিয়েছিলেন ইশান। অন্যদিকে সুরিয়াকুমার করেছিলেন মাত্র ৮ রান।

আইপিএলের ২য় পর্বে শেষ ম্যাচে ৮২ রানসহ ৭ ম্যাচে সুরিয়া করেছিলেন ১৪৪ রান।

রিশাব পান্টের পাশাপাশি অতিরিক্ত বাহাতি ব্যাটসম্যান হিসেবে ইশান কিশান কার্যকরী হতে পারে বলে জানান সালমান।

‘সুরিয়ার পরিবর্তে ইশান খেললে ভারত দুইজন বাহাতি ব্যাটসম্যান মিডল অর্ডারে পাবে। অন্যজন রিশাব পান্ট। ভারতের টপ অর্ডারের সবাই ডানহাতি। এছাড়া লোয়ার অর্ডারে রবীন্দ্র জাদেজা থাকলে আরো একজন বামহাতি ব্যাটসম্যান পাওয়া যাবে দলে। এক্ষেত্রে দলের ব্যাটিং গভীরতা আরো বাড়বে।’

৯৭ ডেস্ক

Read Previous

সাকিব বলছেন পাপনের পরামর্শ ‘খারাপ না’

Read Next

রাব্বির ব্যাটে চট্টগ্রামের জয়, কক্সবাজারে ড্র ঢাকা-বরিশাল ম্যাচ

Total
0
Share