

স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানের হারে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হল বাংলাদেশের। সুপার টুয়েলভসের পথটা কিছুটা হলেও অমসৃণ হল। একটা সময় জয়ের পথে থেকেও হারের পেছনে মুশফিকুর রহিমের উইকেটই মোড় ঘুরিয়েছে বলছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
৫৩ রানে স্কটল্যান্ডের ৬ উইকেট তুলে নিয়েও আটকানো যায়নি কম রানে। ৯ ক্রিস গ্রেভসের ব্যাটে ৯ উইকেটে ১৪০ রান তাদের স্কোরবোর্ডে। পরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে টাইগার ব্যাটসম্যানরা।
১৮ রানে ২ উইকেট হারানোর পর সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ৩৭ রানের জুটিতে পথ খোঁজে বাংলাদেশ। সাকিব টি-টোয়েন্টি বিরুদ্ধ ২৮ বলে ২০ রানের ইনিংস খেলে ফিরলেও মুশফিক ছিলেন ছন্দে।
কিন্তু যখনই খোলস ছেড়ে বের হচ্ছেন, দলের প্রয়োজনের সেই সময়েই খেললেন অহেতুক শট। স্কুপ করতে গিয়ে বোল্ড হলেন ৩৬ বলে ৩৮ রানে। আর সেখান থেকে পথ খুঁজে পাওয়নি বাংলাদেশ।
View this post on Instagram
আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা শেখ মেহেদী হাসান কেউই খেলতে পারেননি দল জেতানো ইনিংস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক রিয়াদ জানালেন হারের টার্নিং পয়েন্ট মুশফিকের উইকেটটি।
টাইগার কাপ্তান বলেন, ‘আমি মনে করি মুশফিকের উইকেটটাই টার্নিং পয়েন্ট। কারণ সে ভালোই ছন্দে ছিল আজকে। তার মত সেট ব্যাটসম্যানের ক্রিজে টিকে থাকা প্রয়োজন ছিল।’
এদিকে নিজেদের ব্যাটিং বিভাগকে দায় দিয়ে রিয়াদ আরও যোগ করেন, ‘আমি মনে করি ব্যাটিং ইউনিট হিসেবে আমরা নিজেদেরকে হতাশ করেছি। এটা অবশ্যই আমাদের ভাবনার বিষয়। আমাদের নজর দিতে হবে যেখানে যেখানে ভুল করেছি। পরের ম্যাচে এসব ভুল না করার চেষ্টা করতে হবে।’