

আজ থেকে শুরু হয়েছে ২৩ তম ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) ২০২১-২২ এর খেলা। করোনা বাধা কাটিয়ে আবারও মাঠে গড়িয়েছে প্রথম শ্রেণির ক্রিকেট। শুরুর দিনে দুই স্তরের চারটি ম্যাচ শুরু হয়েছে সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজারে।
ঘরের মাঠে ভুতুড়ে শুরু করেছে সিলেট বিভাগীয় দল। টায়ার ১ এর ম্যাচে ঢাকা বিভাগীয় দলের বিপক্ষে ৬৭ রানেই গুটিয়ে যায় অলক কাপালির দল।
সিলেট অ্যাকাডেমি গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করতে নামে সিলেট বিভাগীয় দল। স্কোরবোর্ডে কোন রান যোগ না করতেই প্রথম বলেই সাজঘরে ফেরত যান ইমতিয়াজ হোসেন তান্না। তাকে রনি তালুকদারের ক্যাচ বানিয়ে ফেরান সুমন খান।
পেসারের উইকেট বলতে এই একটিই। পরের গল্প ঢাকার দুই স্পিনার শুভাগত হোম চৌধুরী ও নাজমুল ইসলাম অপুর। দুজন মিলে নেন বাকি ৯ উইকেট।
View this post on Instagram
৮ ওভারে ২৩ রান খরচে ৬ টি উইকেট নেন অপু (প্রথম শ্রেণির ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা)। সমান সংখ্যক ওভারে ১৮ রান খরচ করে ৩ উইকেট নেন শুভাগত।
সিলেটের পক্ষে ২ অঙ্ক স্পর্শ করেন কেবল সায়েম আলম রিজভি (১৭), অমিত হাসান (১৪), জাকির হাসান (১০) ও রাহাতুল ফেরদৌস (১৮*)।
সংক্ষিপ্ত স্কোর (১ম ইনিংস শেষে):
সিলেট ৬৭/১০ (২২), ইমতিয়াজ ০, রিজভি ১৭, অমিত ১৪, জাকির ১০, কাপালি ০, জাকের ১, রাহাতুল ১৮*, এনামুল জুনিয়র ১, রাহি ০, খালেদ ০, এবাদত ০; সুমন ৩-০-১০-১, শুভাগত ৮-২-১৮-৩, অপু ৮-১-২৩-৬।