

আগামীকাল (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর খেলা। বাংলাদেশ সময় বিকাল ৪ টায় ওমান ও পাপুয়া নিউ গিনির ম্যাচ দিয়ে শুরু হবে রাউন্ড ১ এর ৮ দলের সুপার টুয়েলভে ওঠার লড়াই।
১৬ দলের, ৪৫ ম্যাচের টুর্নামেন্ট হবে নিশ্চিতভাবেই উত্তেজনায় ঠাঁসা। করোনা পরবর্তী সময়ে বিশ্বকাপে গ্যালারিতে ফিরছে দর্শক। তবে টিভি ও নেট দুনিয়ার কল্যাণে বিশ্বব্যাপী ভক্ত-সমর্থকরা উপভোগ করতে পারবে টি-টোয়েন্টির বিশ্ব আসর।
আইসিসি টিভি এই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রডিউসার হিসাবে করবে প্রি ম্যাচ শো, ইনিংস বিরতির শো ও পোস্ট ম্যাচ শো।
এবারের বিশ্বকাপে ধারাভাষ্য কক্ষে থাকবে তারার মেলা। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতা অধিনায়ক ড্যারেন স্যামির সঙ্গে থাকবেন দক্ষিণ আফ্রিকার পেস কিংবদন্তি ডেল স্টেইন। ২০১২ আসরের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট শেন ওয়াটসনও থাকছেন।
এছাড়া নাসের হুসাইন, হার্শা ভোগলে, ইয়ান বিশপ, নাটালি জার্মানোস, সুনীল গাভাস্কার, মাইকেল আথারটন, সাইমন ডুল, রাসেল আরনল্ড, আনজুম চোপড়া, মুরালি কার্তিক, আতহার আলি খান, বাজিদ খান, এমপুমেলেলো এমবাঙ্গুয়া, প্রিস্টন মোমসেন, ড্যানি মরিসন, মার্ক নিকোলাস, নায়াল ও’ব্রায়েন ও অ্যালান উইলকিন্স।
Fans worldwide are invited to ‘Live The Game’ via unparalleled coverage of the ICC Men’s T20 World Cup 2021
All details 👇🏾https://t.co/4RnYrsPpn4
— ICC Media (@ICCMediaComms) October 15, 2021
দেশের হয়ে দুই বার শিরোপা জেতা ড্যারেন স্যামি এবারও ওয়েস্ট ইন্ডিজকে ফেভারিট বলছেন। ধারাভাষ্য প্যানেলের অংশ হয়ে গর্বিত ডেল স্টেইন। টুর্নামেন্ট শুরুর অপেক্ষায় আছেন বলছেন নাসের হুসাইন।