

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) এর পরবর্তী আসর শুরু হতে এখনো বেশ সময় বাকি থাকলেও দল গুছিয়ে নিচ্ছে ক্লাবগুলো। খেলোয়াড় দলে ভেড়ানোর পাশাপাশি বদল আসছে কোচের বেলাতেও।
ঢাকা লিগের অন্যতম সফল ক্লাব প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এর আগের আসরে দলটির কোচ হিসাবে ছিলেন অভিজ্ঞ সারোয়ার ইমরান। এবার তামিম-বিজয়দের কোচের ভূমিকায় থাকবেন সাকিব-তামিমদের গুরু বলে পরিচিত মোহাম্মদ সালাউদ্দিন।
আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে ক্লাবটি। সেখানে তারা লেখে, ‘আমরা আমাদের নতুন প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে স্বাগত জানাচ্ছি, সে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সঙ্গে নতুন ইনিংস শুরু করছে।
এর আগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কোচ হিসাবে ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। আর সারোয়ার ইমরান প্রাইম ব্যাংক ছেড়ে যোগ দিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে।
আরও পড়ুনঃ
মোহামেডানে যোগ দিলেন একঝাঁক তারকা ক্রিকেটার
মোহামেডানে ধোনির ভূমিকায় দেখা যাবে সাকিবকে!