

পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনুস তাদের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। তারা দুজনেই তাদের সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কে জানিয়েছেন সোমবার সকালে।
২০১৯ সালের সেপ্টেম্বরে দায়িত্ব পেয়েছিলেন মিসবাহ ও ওয়াকার। পিসিবির সঙ্গে চুক্তি অনুযায়ী তাদের চুক্তির মেয়ার এখন এক বছর করে বাকি ছিল।
Misbah and Waqar step down from coaching roles
More details ⤵️https://t.co/PHRwRNazCH
— PCB Media (@TheRealPCBMedia) September 6, 2021
আরও পড়ুনঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানের স্কোয়াড ঘোষণা
আগামী ১১ সেপ্টেম্বর ৩ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে আসবে নিউজিল্যান্ড দল। পাকিস্তান স্কোয়াড ইসলামাবাদে একত্রিত হবে ৮ সেপ্টেম্বর। এই সিরিজের জন্য সাবেক দুই ক্রিকেটার সাকলাইন মুশতাক ও আব্দুল রাজ্জাককে দায়িত্ব দিয়েছে পিসিবি।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টিম ম্যানেজমেন্ট নিয়োগ দিবে বলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পিসিবি।
Misbah and Waqar step down from coaching roles
More details ➡️ https://t.co/pFjoYQHsKy pic.twitter.com/Ymm6Gak9Rq
— Pakistan Cricket (@TheRealPCB) September 6, 2021