

ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী করোনা টেস্টে পজিটিভ প্রমাণিত হয়ে আইসোলেশনে আছেন। শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার করোনা টেস্টের ফল আসে, যা পজিটিভ।
সতর্কতাবশত বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) মেডিকেল টিম রবি শাস্ত্রী ছাড়াও বোলিং কোচ বরুন অরুন, ফিল্ডিং কোচ আর শ্রীধার ও ফিজিওথেরাপিস্ট নিতিন প্যাটেলকে আইসোলেশনে রেখেছে।
এক বিবৃতিতে বিসিসিআই জানায়, ‘তাদেরকে আরটি-পিসিআর টেস্ট করানো হয়েছে এবং তারা হোটেলে থাকবে। তারা মেডিকেল টিমের সবুজ সংকেত ছাড়া দলের সঙ্গে কোথাও যাবেন না।’
UPDATE – Four members of Team India Support Staff to remain in isolation.
More details here – https://t.co/HDUWL0GrNV #ENGvIND pic.twitter.com/HG77OYRAp2
— BCCI (@BCCI) September 5, 2021
আরও পড়ুনঃ কোড অব কন্ডাক্ট ভেঙে শাস্তি পেলেন লোকেশ রাহুল
এই চারজন ছাড়া দলের বাকি সবাই দুই পিসিআর টেস্টে নেগেটিভ প্রমাণিত হয়ে গ্রাউন্ডে যাবার সুযোগ পাচ্ছেন।