

কম পুঁজি নিয়েও আইরিশদের হারিয়ে দিল জিম্বাবুয়ে। ৫ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৫ রানে জিতেছে জিম্বাবুয়ে। ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলা অধিনায়ক ক্রেইগ আরভিন হয়েছেন ম্যাচ সেরা। ১২৪ রানের পুঁজি নিয়ে ক্রেইগ আরভিনের দল আইরিশদের থামিয়ে দিয়েছে ১১৯ রানে। তবে টানা তিন জয়ে আগেই সিরিজ জিতে নেয় আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ড সিরিজ জিতেছে ৩-২ ব্যবধানে। শুরুর এবং শেষ ম্যাচে রোমাঞ্চকর জায় পায় জিম্বাবুয়ে। পুরো সিরিজ জুড়ে ব্যাট হাতে দুর্দান্ত থাকা আয়ারল্যান্ডের পল স্টারলিং জিতে নেন সিরিজ সেরার পুরষ্কার।
পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং করতে নামে জিম্বাবুয়ে। শুরুতেই দিশেহারা হয়ে যায় জিম্বাবুয়ের টপ অর্ডার। ইনিংসের দ্বিতীয় ওভারে মার্ক অ্যাডায়ারের বোলিং তোপে ৩ রানে করতেই দুই উইকেট হারিয়ে বসে তাঁরা। কামুনহুকামউই ও চাকাভা ফেরেন শূন্য হাতে।
দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই বিদায় নেন ওয়েসলি মাধেভেরে (৯)। এরপর জিম্বাবুয়ে শিবিরে স্বস্তি ফেরে অধিনায়ক ক্রেইগ আরভিন ও ডিওন মায়ের্সের জুটিতে। তবে অ্যাডায়ারের তৃতীয় শিকার হয়ে ফেরার আগে মায়ের্সের ব্যাট থেকে আসে ২৬ রান।
এক প্রান্তে থেকে দারুণ সব স্ট্রোক খেলে অর্ধশত রান পূর্ণ করেন অধিনায়ক আরভিন। তাঁকে সঙ্গ দিয়ে শেষদিকে মিলটন শুম্বা করেন ১৪ রা। ক্রেইগ আরভিন অপরাজিত থাকেন ৬৭ রানে। ৫৭ বলে ৭ চার ও ১ ছয়ে সাজানো তাঁর এই ইনিংস। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৪ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে।
১২৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ছন্দ পায়নি আইরিশ ব্যাটসম্যানরা। শুরুতেই নেই ওপেনার কেভিন ও’ব্রায়েন (৯)। অধিনায়ক অ্যান্ডি বালবার্নি করেন ৪ রান, শূন্যতেই বিদায় নেন হ্যারি টেকটর। ১৯ রানের ইনিংসে থামেন পল স্টারলিংও।
এছাড়া নেইল রক খেলেন ২২ রানের ইনিংস। শেন গেটকেটের ব্যাটে আসে ১৫ রান। ক্রেইগ ইয়াং অপরাজিত থাকেন ১১ রানে। শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিল আয়ারল্যান্ডের। রিচার্ড এনগারাভার করা ওই ওভারে খরচ হয় কেবল ৩ রান। ৫ রানে জেতে জিম্বাবুয়ে।
সংক্ষিপ্ত স্কোরঃ
জিম্বাবুয়েঃ ১২৪/৪ ( ২০ ওভার) মাধেভেরে ৯, কামুনুকামে ০, চাকাবভা ০, আরভিন ৬৭*, মায়ের্স ২৬, শুম্বা ১৪*; অ্যাডায়ার ৪-০-২৩-৩, লিটল ৪-১-১৬-১
আয়ারল্যান্ডঃ ১১৯/১০ (২০ ওভার) স্টারলিং ১৯, ও’ব্রায়েন ৭, বালবার্নি ৪, রক ২২, ম্যাকক্লিনটক ৯, গেটকেট ১৫, ম্যাকব্রাইন ৮, অ্যাডায়ার ৮, ইয়াং ১১*; এনগারাভা ৪-০-১৪-১, জঙ্গে ৪-০-২৯-৩, টিরিপানো ৪-০-৩১-৩, মাসাকাদজা ৩-০-১৫-১
ফলাফলঃ জিম্বাবুয়ে ৫ রানে জয়ী
সিরিজঃ ৫ ম্যাচের সিরিজ ৩-২ তে জয়ী আয়ারল্যান্ড
ম্যাচ সেরাঃ ক্রেইগ আরভিন (জিম্বাবুয়ে)
সিরিজ সেরাঃ পল স্টারলিং (আয়ারল্যান্ড)