

লর্ডস, লিডসের পর ওভালেও দেখা গেল জারভোকে। ৪র্থ টেস্টের দ্বিতীয় দিন নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে ওভালের মাঠে ঢুকে পড়েছিলেন তিনি। আগের দুই বার ভারতীয় জার্সিতে ব্যাটিং করতে নামলেও এবার গ্যালারি পেরিয়ে বাইশগজে আসলেন বল নিয়ে। দৌড়ে এসে ধা-ক্কা দেন নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে থাকা জনি বেয়ারস্টোকে। এই ঘটনার পর লন্ডন পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত জারভোকে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে,
‘শুক্রবার ওভাল ক্রিকেট গ্রাউন্ডে একটি ঘটনার পর হা-ম-লার সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে দক্ষিণ লন্ডন থানায় পুলিশি হেফাজতে আছে।’
জারভো, জার্সি নম্বর ৬৯। প্রথমবার তাকে দেখা গিয়েছিল লর্ডস টেস্টে। ভারতের জার্সি পড়ে হঠাৎই মাঠে নেমে পড়েছিলেন তিনি, শুধু তাই নয় মাঠের মধ্যে এসে নিজেকে রীতিমতো ভারতের খেলোয়াড় বলে দাবি করতে থাকেন। এরপর লিডসে রোহিত শর্মা আউট হয়ে ফেরার সময় অন্য প্রান্ত দিয়ে হেলমেট, প্যাড লাগিয়ে ব্যাট নিয়ে ঢুকে পড়েছিলেন মাঠে।
এই ঘটনার পর লিডসের হেডিংলিতে তাঁর আজীবন নিষিদ্ধের কথা জানানো হয়েছিল। কিন্তু তাতেও থামানো যায়নি জারভোকে। এবার কেনিংটন ওভালে সিরিজের ৪র্থ টেস্টের ২য় দিন বোলিং করতে এসে জারভো সরাসরি ধা-ক্কা মারেন জনি বেয়ারস্টোকে।
ইংল্যান্ডের ১ম ইনিংসের ৩৪তম ওভারে বল করছেন ভারতীয় পেসার উমেশ যাদব। তবে, এরমধ্যেই ঘটে গেল এক অদ্ভুত কান্ড, মাঠে নামছেন এক অচেনা ক্রিকেটার। কিন্তু ৬৯ নম্বর জার্সি দেখেই বোঝা গেল তিনি আর কেউ নয়, সেই পুরনো জারভো। দু’দলের খেলোয়াড়রা আবারও থমকে গেলেন। উমেশের বদলে বল হাতে দৌড়াচ্ছেন জারভো। দৌড়ে এসে সরাসরি ধা-ক্কা মেরে আঘাত করেন উইকেটের নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে থাকা জনি বেয়ারস্টোর সঙ্গে।
পুলিশ এসে হেফাজতে নেওয়ার আগে জারভোকে স্টেডিয়ামে আটকে রাখা হয়েছিল।
জারভোর এমন কার্যকালাপ এখন রীতিমতো সমালোচিত সকলের কাছে। ইংল্যান্ডের নিরাপত্তা নিয়ে প্রশ্ন সমর্থকদের।