

শ্রেয়াস আইয়ার ফিট হয়ে দিল্লি ক্যাপিটালস দলে ফিরে এসেছেন। খেলবেন ২০২১ আইপিএলের বাকি পর্ব। আইয়ার আইপিএলে প্রত্যাবর্তন করলেও রিশাব পান্টকেই নেতৃত্বে রাখছে দিল্লি ক্যাপিটালস।
দীর্ঘদিনের চোট সারিয়ে বর্তমানে ফিট শ্রেয়াস আইয়ার। যোগ দিয়েছেন দিল্লি ক্যাপিটালস শিবিরে। তবে, অধিনায়কের ভূমিকায় রিশাব পান্টকেই রাখতে চান ফ্র্যাঞ্চাইজির দুই প্রোমোটার- কিরণ কুমার গ্রন্থি ও পার্থ জিন্দাল। ফলে আইপিএলের দ্বিতীয় পর্বেও দিল্লির অধিনায়ক থাকছেন রিশাব পান্ট।
তবে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বেই আইপিএলে ব্যর্থতার ছবি কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছিল দিল্লি। ২০২০ সালের আইপিএলে ফাইনালেও পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস। তবে ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে পরাজয় স্বীকার করতে হয়। ২০২১ সালেও শ্রেয়াস আইয়ারই অধিনায়ক ছিলেন। তবে কাঁধে চোট তাঁকে আইপিএল থেকে ছিটকে দেয়।
ভারতে ২০২১ আইপিএল শুরুর আগেই কাঁধে চোট পেয়ে শ্রেয়াস আইয়ার ছিটকে গিয়েছিলেন। তারপর উইকেটকিপার ব্যাটসম্যান রিশাব পান্টকে অধিনায়কের দায়িত্ব দেয় দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্জাইজি।
পান্টের নেতৃত্বে, দিল্লি ক্যাপিটালস আইপিএল ২০২১ এর প্রথমার্ধে দুর্দান্ত পারফর্ম করে। আইপিএল মাঝপথে বন্ধ হওয়ার আগে আট ম্যাচের মধ্যে ছয়টিই জিতেছিল পান্টের দল। প্রথম পর্বের পর দিল্লি ক্যাপিটালস এখনও পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২১ এর দ্বিতীয় পর্ব আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে। দুবাইয়ে সেপ্টেম্বরের ২২ তারিখ দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস।