

পাকিস্তানের হবু চেয়ারম্যান রমিজ রাজার সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
১৩ সেপ্টেম্বরের নির্বাচনের পর চেয়ারম্যানের দায়িত্ব নিবেন রমিজ রাজা। পাকিস্তানের ক্রিকেটের হন্তাকর্তাদের সাথে ইতোমধ্যে আলোচনা শুরু করে দিয়েছেন তিনি।
ক্রিকেট পাকিস্তানকে বাবর আজম জানান, ‘রমিজ ভাইয়ের সাথে আমার ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি চিন্তাভাবনাগুলো আমার কাছে প্রকাশ করেছেন। আমরা সেগুলো সামনে রেখে কাজ করবো।’
‘ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের মত ভারতও অধিক চাপে থাকবে। তারা দীর্ঘদিন দল হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে না। বর্তমানে তারা টেস্ট খেলছে এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় পার করছে। সংযুক্ত আরব আমিরাত আমাদের হোম গ্রাউন্ড এবং আমরা মাঠে শতভাগ উজাড় করে দিবো।’
নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে খেলবে পাকিস্তান। তাদের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজেদের দল নিয়ে সন্তুষ্ট বাবর।
‘ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের ভারসাম্যপূর্ণ দল গঠন করা হয়েছে। মিডল অর্ডার নিয়ে আমরা কিছুটা সমস্যায় রয়েছি। তবে এ সিরিজে এ নিয়ে যাচাই বাছাইয়ের দারুণ সুযোগ থাকছে।’