

৭ উইকেটের জয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশ। যা নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের প্রথম টি-টোয়েন্টি জয়। কিউইদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড হয়েছে আরেক দফা। ম্যাচ সেরা সাকিব আল হাসান বলছেন এমন কিছু আত্মবিশ্বাস বাড়াবে, তবে ব্যাটিংয়ে উন্নতির জায়গাও দেখছেন।
বাংলাদেশের কন্ডিশনে মানিয়ে নেওয়ার সব আয়োজন ভেস্তে গেল কিউইদের। শুরুতে স্পিনারদের তোপে টপ অর্ডারের অসহায়ত্ব। পরে পেসারদের দাপ্টে মাত্র ৬০ রানেই গুটিয়ে গেল টম লাথামের দল।
আজ (১ সেপ্টেম্বর) মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের হতাশা উপহার দেওয়ার দিনে সাকিব হয়েছেন ম্যাচ সেরা। বল হাতে ২ উইকেটের সাথে ব্যাট হাতে ব্যক্তিগত সর্বোচ্চ ২৫ রান করেছেন টাইগার অলরাউন্ডার।
ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘অবশ্যই, সিরিজের প্রথম ম্যাচ জেতা সবসময়ই স্বস্তির। এর আগে আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে পারিনি। এই জয় গুরুত্বপূর্ণ ছিল। যত বেশি জিতব দল তত প্রেরণা পাবে। সামনেও ভালো করতে পারব- এই আত্মবিশ্বাস এনে দিবে।’
৬১ রানের ছোট লক্ষ্য, তবুও আরেকবার ব্যর্থ টাইগার ওপেনিং জুটি। অস্ট্রেলিয়া সিরিজে না থাকা লিটন দাস ফিরেছেন চলতি সিরিজে। তবে করতে পারেননি ১ রানের বেশি। আরেক ওপেনার নাইম শেখও করতে পারেননি ১ রানের বেশি।
View this post on Instagram
বোলিং নিয়ে সন্তুষ্ট সাকিব ব্যাটিংয়ে দেখেন উন্নতির জায়গা। তবে মিরপুরের মন্থর উইকেটে ব্যাটিং যে কঠিন সেটিও স্বীকার করে নিয়েছেন।
সাকিব বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজ থেকেই আমরা খুব ভালো বোলিং করছি। ব্যাটিং এখনও আশানুরূপ ভালো হয়নি। কন্ডিশনের কথাও মাথায় রাখতে হবে, ব্যাটসম্যানদের জন্য এই কন্ডিশন সহজ নয়। আমরা ভালো ক্রিকেট খেলছি। ভালো সংগ্রহ দাঁড় করতে হলে অনেক ভালো ব্যাটিং করতে হবে।’