

আইপিএলের বাকি পর্ব খেলতে এখন সংযুক্ত আরব-আমিরাতে অবস্থান করছেন মুম্বাই ইন্ডিয়ান্সের কিউই অলরাউন্ডার জিমি নিশাম। আর নিউজিল্যান্ড দল মিরপুরে মাঠে নামছে বাংলাদেশের বিরুদ্ধে। আরব-আমিরাত থেকে বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ দেখতে টুইটারে চ্যানেল খুঁজছেন নিশাম। ব্ল্যাকক্যাপসদের জানিয়েছেন শুভকামনা, পড়েছেন সমর্থকের তোপে। নিজের অবস্থান বোঝাতে করেছেন একাধিক টুইট।
সংযুক্ত আরব-আমিরাতে মুম্বাই ইন্ডিয়ান্সের টিম হোটেলে বসে দেশের খেলা দেখতে চান জিমি নিশাম। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ জন্য দেখার জন্য চ্যানেল খুঁজছেন জিমি। টুইট বার্তায় জানতে চেয়েছেন,
‘বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ এখানে (আরব আমিরাতে) কোন টিভিতে দেখা যাবে, কেউ কি জানেন? যদি দেখা যায়, তবে কোন চ্যানেলে? আর যদি না দেখা যায় তাহলে অনলাইনে কিভাবে দেখতে পারি?’
Does anyone know if the @BLACKCAPS v @BCBtigers series is on tv in the UAE? If yes, which channel? If no, how can I watch it online?
— Jimmy Neesham (@JimmyNeesh) September 1, 2021
এরপর নিউজিল্যান্ড দলকে শুভকামনা জানিয়ে টুইট বার্তায় নিশাম লেখেন,
‘দুর্ভাগ্য, আমি সেখানে (বাংলাদেশ) থাকতে না পেরে। তবে নিউজিল্যান্ডের ছেলেদেরকে শুভকামনা বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্যে। সাহসী হও এবং তোমাদের দক্ষতা দেখাও, তোমাদের সেই সামর্থ্য আছে।’
Gutted I can’t be there but wishing the @BLACKCAPS boys all the best against Bangladesh! Be brave and show your skills, you got this 👊
— Jimmy Neesham (@JimmyNeesh) September 1, 2021
Nooiiiiiiiice @TheACCnz @sparknzsport pic.twitter.com/lKz1AnvnHM
— Jimmy Neesham (@JimmyNeesh) September 1, 2021
টুইটের জন্য বেশ আলোচিত কিউই অলরাউন্ডার জিমি নিশাম প্রায়শই তাঁকে মেনশন দিয়ে সমর্থকদের করা টুইটের উত্তর দেন। এবারও এমনটিই ঘটেছে। লজ্জা, দেশের হয়ে না খেলে অর্থের জন্যে আইপিএল খেলতে গেলে; পাকিস্তানি এক ক্রিকেট ভক্তের এমন টুইটের জবাবে নিশাম জানালেন,
‘আমি এইরকম অনেক বার্তা পাচ্ছি তাই আমি ক্রিস্টাল ক্লিয়ার হতে চাই। নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার ওয়েলফেয়ার পলিসি আগেই ঠিক করে এই সফরে কারা নেই। আমি অব্যাহতির জন্য অনুরোধ করেছিলাম কিন্তু সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছিল।’
I’m getting a lot of messages like this so I want to be crystal clear.
It is an NZ Cricket player welfare policy that first choice players aren’t on this tour. I made a request for an exemption but that request was denied. https://t.co/m3CglBWFYF
— Jimmy Neesham (@JimmyNeesh) September 1, 2021
If it was only one or two idiots I’d just ignore but I’m literally getting 100 tweets a day about it https://t.co/v0edhGjsxB
— Jimmy Neesham (@JimmyNeesh) September 1, 2021
২০১৩ সালের পর কোন দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এল নিউজিল্যান্ড। বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়েছে আজ ১ সেপ্টেম্বর থেকে।