

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তীতুল্য পেস বোলার ডেল স্টেইন সবধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ২০১৯ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া স্টেইন এক বিবৃতি দিয়ে জানালেন আর কোন ফরম্যাটের ক্রিকেটেই খেলবেন না।
অবসরের ঘোষণা শুরু করেন তার প্রিয় ব্যান্ড কাউন্টিং ক্রো’স এর বিখ্যাত ‘এ লং ডিসেম্বর’ গানের অংশ দিয়ে। ধন্যবাদ জানিয়েছেন পরিবার, সতীর্থ, সাংবাদিক, সমর্থক সবাইকে।
Announcement. pic.twitter.com/ZvOoeFkp8w
— Dale Steyn (@DaleSteyn62) August 31, 2021
দক্ষিণ আফ্রিকার পক্ষে ৯৩ টেস্ট, ১২৫ ওয়ানডে ও ৪৭ টি টি-টোয়েন্টি খেলেছেন স্টেইন। উইকেট নিয়েছেন যথাক্রমে ৪৩৯, ১৯৬ ও ৬৪ টি।
২০০৫ সালে সেঞ্চুরিয়ানে আফ্রিকা একাদশের হয়ে এশিয়া একাদশের বিপক্ষে ওয়ানডে দিয়ে ওয়ানডে অভিষেক হয় ডেল স্টেইনের। এর আগে ২০০৪ সালের ডিসেম্বরে পোর্ট এলিজাবেথে ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে খেলেন প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ২০০৭ এ এসে জোহানেসবার্গে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক।
আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা পেসার স্টেইনের অবসরে প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিকেটাঙ্গনের অনেকেই।
The Best. ❤️
— James Anderson (@jimmy9) August 31, 2021
Great player, great man, amazing memories! U picker a good song to sign off my bud. Legend forever!
— AB de Villiers (@ABdeVilliers17) August 31, 2021
Go well, great man. You were fire, one of the best the game has seen.
— Virender Sehwag (@virendersehwag) August 31, 2021
Congratulations on a wonderful career and all the best with whatever comes next!
— England Cricket (@englandcricket) August 31, 2021
Congrats on a remarkable career. Set the standard for fast bowlers world round to follow for 20 years. No better competitor to watch in full flight, enjoy retirement mate!🏄♂️All time great
— Pat Cummins (@patcummins30) August 31, 2021
Congratulations on a fantastic career, Dale 👏 pic.twitter.com/jlRYBpyEFr
— Lord’s Cricket Ground (@HomeOfCricket) August 31, 2021
Good luck brother man ! Best wishes 🙌
— Suresh Raina🇮🇳 (@ImRaina) August 31, 2021
Outstanding competitor. Incredible bowler. Great man. Congrats on a brilliant career and all the best in what comes next 👍🏼
— Matt Prior (@MattPrior13) August 31, 2021
Congratulations speedster on your wonderful career, you have achived big milestone in an era. Goodluck for new innings. Happy retirement.
— Munaf Patel (@munafpa99881129) August 31, 2021