

মূলত ব্যাটিং অলরাউন্ডার, যেকোনো পজিশনে দলের প্রয়োজনে ইনিংস খেলার চেষ্টা করেন। তবে বল হাতে অফ স্পিনেও বেশ কার্যকর। সাম্প্রতিক সময় ইনিংসের শুরুতেই বোলিংয়ে এসে দলকে সাফল্য এনে দিচ্ছেন নিয়মিত। ফলে শেখ মেহেদী হাসানকে নিজের ফ্রি খেলোয়াড় বলছেন কোচ রাসেল ডোমিঙ্গো।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। যেখানে বল হাতে স্পিনাররা রেখেছেন কার্যকর ভূমিকা। ৫ ম্যাচেই দলের বোলিং শুরু করেন অফ স্পিনার শেখ মেহেদী। ৩ ম্যাচেই আবার শুরুতেই দলকে এনে দেন ব্রেক থ্রু। প্রথম ম্যাচেতো অজি ওপেনার অ্যালেক্স ক্যারিকে ফেরান প্রথম বলেই।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১ ইনিংস ব্যাট করেছেন ৫ টি ভিন্ন পজিশনে। তবে এখনো খুব ভালো কিছু করতে পারেননি। ১৩.২২ গড়ে রান ১১৯, সর্বোচ্চ ২৩। ৮ নম্বরে সবচেয়ে বেশি ৪ বার ও ৭ নম্বরে ব্যাট করেছেন ৩ বার।
তবে অস্ট্রেলিয়া সিরিজে ১ ইনিংসে ওপেন করেও থেমেছেন ১৩ রানে। ৩ নম্বরে ২ ইনিংসে করতে পারেননি ২৪ রানের বেশি, ৪ নম্বরে ১ ইনিংসে ২৩ রান। যা এখনো পর্যন্ত তার ক্যারিয়ার সেরাও।
বড় ইনিংস খেলা না হলেও ইতোমধ্যে বার্তা দিয়েছেন দলের প্রয়োজনে দ্রুত রান তোলার কাজটা ভালোই পারেন শেখ মেহেদী। সময়ের সাথে সাথে ব্যাটে-বলে আরও শাণিত হবেন এই অলরাউন্ডার এমন প্রত্যাশা কোচেরও।
আজ (৩০ আগস্ট) নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রাসেল ডোমিঙ্গো বলেন, ‘সে (শেখ মেহেদী) আমাদের জন্য ফ্রি প্লেয়ার। তাকে চাইলে টপ অর্ডারে নিতে পারছি। ১২ বলে ২০ রান চাইলে তাকে ডাকতে পারছি। গুরুত্বপূর্ণ কিছু ইনিংস খেলেছে, ক্যামিও খেলেছে।’
‘ঘরোয়া টি-টোয়েন্টিতেও ভালো করেছে। তবে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে ফারাকটা বুঝতে হবে। আমি তার ব্যাটিং নিয়ে উদ্বিগ্ন নই। আগ্রাসী ব্যাটিংয়ের প্রয়োজন মনে করলে আমরা তাকে ব্যাটিং অর্ডারের ওপরের দিকে ব্যবহার করব।’