

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ২২ সদস্যের স্কোয়াডে অধিনায়ক দাসুন শানাকা, সহ অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা।
এসএলসি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে লঙ্কান নির্বাচকদের বাছা ২২ জনের স্কোয়াডকে সবুজ সংকেত দিয়েছেন শ্রীলঙ্কার যুব ও ক্রীড়া মন্ত্রী নমল রাজাপাকশে।
ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য শ্রীলঙ্কার স্কোয়াডঃ
দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা (সহ অধিনায়ক), কুশল জেনিত পেরেরা, দীনেশ চান্দিমাল, আভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশে, পাথুম নিসাঙ্কা, চারিথ আসালাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কামিন্দু মেন্ডিস, মিনোদ ভানুকা, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, নুয়ান প্রদীপ, বিনুরা ফার্নান্দো, দুশমান্থ চামিরা, আকিলা ধনঞ্জয়া, প্রবীন জয়াবিক্রমা, লাহিরু কুমারা, লাহিরু মাদুশঙ্কা, পুলিনা থারাঙ্গা, মাহেশ থিকশানা।
The following 22 member squad was selected by the Cricket Selection Committee to take part in the ODI and T20I series against South Africa – https://t.co/vZBcpz9MNg
🇱🇰vs🇿🇦#SLvSA pic.twitter.com/LSXgqG1ErX
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) August 30, 2021
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াডঃ
টেম্বা বাভুমা (অধিনায়ক), বেউরান হেনড্রিকস, রেজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, ইয়ানেমন মালান, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, আনরিখ নরকিয়া, আন্দিলে ফেলুকাওয়ায়ো, কাগিসো রাবাদা, তাব্রাইজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরেইনে, লিজাড উইলিয়ামস, জর্জ লিন্ডে, জুনিয়র ডালা ও ডোয়াইন প্রিটোরিয়াস।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াডঃ
টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি’কক, বর্ন ফর্চুইন, বেউরান হেনড্রিকস, রেজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, সিসান্ডা মাগালা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাব্রাইজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন ও লিজাড উইলিয়ামস।
শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচিঃ
১ম ওয়ানডে- ২ সেপ্টেম্বর, কলম্বো
২য় ওয়ানডে- ৪ সেপ্টেম্বর, কলম্বো
৩য় ওয়ানডে- ৭ সেপ্টেম্বর, কলম্বো
১ম টি-টোয়েন্টি- ১০ সেপ্টেম্বর, কলম্বো
২য় টি-টোয়েন্টি- ১২ সেপ্টেম্বর, কলম্বো
৩য় টি-টোয়েন্টি- ১৪ সেপ্টেম্বর, কলম্বো।