

ইংল্যান্ডে ‘দ্য হান্ড্রেড’ খেলে দলের অন্য সদস্যদের আগে (কলিন ডি গ্র্যান্ডহোমও) বাংলাদেশে এসেছিলেন নিউজিল্যান্ড ব্যাটসম্যান ফিন অ্যালেন। যদিও ৪৮ ঘন্টার মধ্যে করোনা টেস্টে পজিটিভ প্রমাণিত হন তিনি। শুরুতে অ্যালেনের কোন বিকল্প ঘোষণা না করা হলেও আজ (২৭ আগস্ট) তা ঘোষণা করা হয়েছে।
ব্যাটসম্যান ফিন অ্যালেনের বিকল্প হিসাবে পেস বোলার ম্যাট হেনরিকে ডাকা হয়েছে। বিকল্প ডেকে নিলেও দলের সঙ্গেই বাংলাদেশে থাকবেন অ্যালেন। যেখানে ব্ল্যাকক্যাপসদের চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক তদারকিতে রাখবে।
এমনিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে রাখা হয়েছিল ম্যাট হেনরিকে। তবে বাংলাদেশে ডাক পাওয়াতে আগামী ৩০ আগস্ট (সোমবার) নিউজিল্যান্ড ছেড়ে বাংলাদেশে আসবেন তিনি।
ম্যাট হেনরিকে বাংলাদেশে আনার ক্ষেত্রে বেশ কিছু কারণ দেখিয়েছে কিউইরা। ক্রাইস্টচার্চে থাকা কিউই কোচ গ্যারি স্টিড জানিয়েছেন এই কাজের জন্য ম্যাট হেনরিই যোগ্যতম ব্যক্তি।
Several factors played a part in the decision to send Henry, not least vaccinations and isolation periods on arrival in Dhaka, the availability of MIQ beds upon return to New Zealand, and workload considerations for other candidates. #BANvNZ
— BLACKCAPS (@BLACKCAPS) August 26, 2021
গ্যারি স্টিড বলেন, ‘ম্যাট হেনরি পরিষ্কারভাবেই ফিল অ্যালেনের লাইক-টু-লাইক রিপ্লেসমেন্ট না। তবে সে আমাদের সিলেকশন অপশনকে বাড়াবে। বর্তমান পরিস্থিতিতে শর্ট নোটিশে তিনি সবচেয়ে সঠিক ব্যক্তি।’
‘সে করোনার দুই টিকাই নিয়েছে এবং দেশে ফিরে তার এমআইকিউ বেড নিশ্চিত হয়েছে।’
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য নিউজিল্যান্ড স্কোয়াডঃ
টম ল্যাথাম (উইকেটরক্ষক ও অধিনায়ক), হামিশ বেনেট, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্রান্ডহোম, জ্যাকব ডুফি, ম্যাট হেনরি, স্কট কুগেলেইন, কোল ম্যাককঞ্চি, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স (টি-টোয়েন্টি), ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।
কোচিং স্টাফ- গ্লেন পকনাল, গ্রায়েম আলড্রিজ ও থিলান সামারাবিরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডঃ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচিঃ
১ম টি-টোয়েন্টি- ১ সেপ্টেম্বর, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২য় টি-টোয়েন্টি- ৩ সেপ্টেম্বর, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৩য় টি-টোয়েন্টি- ৫ সেপ্টেম্বর, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৪র্থ টি-টোয়েন্টি- ৮ সেপ্টেম্বর, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৫ম টি-টোয়েন্টি- ১০ সেপ্টেম্বর, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
*সবকটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪ টায়।