

নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে গত ২৪শে আগস্ট থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের তিন দিনের কোয়ারেন্টাইন পর্ব। হোটেল রুমে বন্দি থেকেও এই সময়টা উপভোগই করছেন মুস্তাফিজুর রহমান। টেবিলে কফির কাপ নিয়ে মোবাইল হাতে মগ্ন অবস্থায় দেখা গেছে মুস্তাফিজকে।
মুস্তাফিজুর রহমান টুইটার অ্যাকাউন্টে নিজের একটি ভিডিও পোস্ট করে লিখেছেন,
‘কফি পান করা এবং নিজের বোলিং হাইলাইটস দেখা কোয়ারেন্টাইন দিনের প্রধান অংশ!’
Drinking coffee & watching own bowling highlights are the major part of quarantine days! pic.twitter.com/IAzMnPMcKF
— Mustafizur Rahman (@Mustafiz90) August 26, 2021
মুস্তাফিজের করা পোস্টের ক্যাপশনের ভাষায় বোঝা যায় এই সময়টা উপভোগই করছেন তিনি। হোটেল রুমের বারান্দায় বসে কফি খেতে-খেতে স্মার্টফোনে দেখছেন নিজের বোলিং হাইলাইটস। আঁকছেন পরবর্তী ম্যাচের ছক।
বিশ্ব জুড়ে চলছে করোনা ভাইরাস সংক্রমণ। মহামারির এই সময়েও মাঠে ফিরেছে ক্রিকেট। তবে সব সিরিজের আগেই সব দলের জন্য থাকছে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন। এর ব্যতিক্রম নয় বাংলাদেশ দলও।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে তিন দিন কোয়ারেন্টাইনে থাকার পর আগামীকাল (২৭ তারিখ) থেকে অনুশীলন করার সুযোগ পাবে ক্রিকেটাররা।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডঃ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচিঃ
১ম টি-টোয়েন্টি- ১ সেপ্টেম্বর, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২য় টি-টোয়েন্টি- ৩ সেপ্টেম্বর, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৩য় টি-টোয়েন্টি- ৫ সেপ্টেম্বর, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৪র্থ টি-টোয়েন্টি- ৮ সেপ্টেম্বর, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৫ম টি-টোয়েন্টি- ১০ সেপ্টেম্বর, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
সবকটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৪ টা থেকে।