

পাকিস্তানি পেসার নাসিম শাহকে দেখা যাবে ২০২১ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। নতুন মৌসুমের জন্যে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস চুক্তি সাক্ষর করেছে নাসিম শাহ’র সঙ্গে।
এক বিবৃতি দিয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস নাসিম শাহকে দলে যুক্ত করার প্রসঙ্গে জানিয়েছে।
Say hello to @iNaseemShah our latest member and infact the Youngest Patriot.
Some of his amazing records are: 👇🏻
– 9th youngest player to make a debut in Test cricket.
-2nd youngest pace bowler to take a 5-wicket haul in a Test match.
– Youngest bowler to take a hat-trick. pic.twitter.com/3hReWlXHtz
— SKNPatriots (@sknpatriots) August 25, 2021
পাকিস্তানের টেস্ট দলের সদস্য নাসিম শাহ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শেষে সেন্ট কিটস শিবিরে যোগ দিয়েছেন।
আরেক পাকিস্তানি খেলোয়াড় আসিফ আলিও এই দলের অংশ। শেরফানে রাদারফোর্ড, ক্রিস গেইল, এভিন লুইস, ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, শেলডন কটরেলদেরর সাথে ড্রেসিংরুম শেয়ার করবেন পাকিস্তানি তরুণ পেসার নাসিম শাহ।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নবম আসর ২৬ আগস্ট (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস মাঠে নামবে বার্বাডোস রয়্যালসের বিপক্ষে।
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস স্কোয়াডঃ
ডোয়াইন ব্রাভো, ক্রিস গেইল, এভিন লুইস, ফ্যাবিয়ান অ্যালেন, রবি বোপারা, পল ভ্যান মিকারেন, শেরফানে রাদারফোর্ড, শেলডন কটরেল, ফাওয়াদ আহমেদ, ডেভন থমাস, রায়াদ এমরিত, আসিফ আলি, কলিন আর্কিবাল্ড, জন-রাশ জাগেসার , ডমিনিক ড্রেক্স, জশুয়া ডা সিলভা, মাইকাইল লুইস ও নাসিম শাহ।