

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আইপিএলের বাকি অংশের জন্য জর্জ গার্টনকে দলে ভিড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গার্টনকে দিয়ে ব্যাঙ্গালোর তাদের ৮ বিদেশি ক্রিকেটারের কোটা পূরণ করেছে।
একাধিক ক্রিকেটার বদলে বাধ্য হয়েছিল ব্যাঙ্গালোর। বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছে নিউজিল্যান্ডের ফিন অ্যালেন ও স্কট কুগেলেইন। এছাড়া অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা, ড্যানিয়েল স্যামস ও কেন রিচার্ডসন জানিয়েছেন তারা আইপিএলের বাকি থাকা অংশে খেলবেন না।
আরও পড়ুনঃ ক্যাটিচের পদত্যাগ, কোহলিদের নতুন প্রধান কোচ মাইক হেসন
🔊ANNOUNCEMENT 🔊
Talented all-rounder from England, George Garton, will join the RCB family for the rest of #IPL2021. He completes our overseas players quota for the season. 🤩#PlayBold #WeAreChallengers #NowAChallenger pic.twitter.com/XQgIxWyFva
— Royal Challengers Bangalore (@RCBTweets) August 25, 2021
Welcome to the team, George! 💪🏻#PlayBold #WeAreChallengers #NowAChallenger #IPL2021 pic.twitter.com/TL0C8CzjzX
— Royal Challengers Bangalore (@RCBTweets) August 25, 2021
গার্টন দ্য হান্ড্রেডে ৯ ম্যাচ খেলে নেন ১০ উইকেট, গড় ছিল ২৩। টি-টোয়েন্টি ব্লাস্টে ৬ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন তিনি ১৬.৬৬ গড় ও ৭.৫০ ইকোনমিতে। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩৮ ম্যাচ খেলে ৪৪ উইকেট পেয়েছেন তিনি।
আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ দিয়ে আবার শুরু হবে আইপিএল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের ৮ম ম্যাচ খেলতে নামবে ২০ সেপ্টেম্বর কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।