

আসন্ন যুব বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গত যুব বিশ্বকাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষে মানছে বিসিসিআই। যে কারণে লম্বা বিরতি পড়া যুব দলের খেলোয়াড়দের পরখ করতে টাইগার যুবাদের ভাবা হচ্ছে উৎকৃষ্ট বিকল্প।
চলতি বছর নভেম্বরে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কান যুবাদেরও আতিথেয়তা দিতে চায় বিসিসিআই। ফলে ত্রিদেশীয় সিরিজ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আর এমন কিছুর পরিকল্পনা দিয়েছেন ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) প্রধান রাহুল দ্রাবিড়।
পরবর্তী যুব বিশ্বকাপের বাকি নেই ৬ মাসও, তবে গত যুব বিশ্বকাপের পর এখনো কোনো ম্যাচই খেলেনি কোনো দল। দফায় দফায় সিরিজ আয়োজনের চেষ্টা করেও করোনায় ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আফগানিস্তান যুবাদের বিপক্ষে সেপ্টেম্বরেই ঘরের মাঠে সিরিজ খেলার কথা। শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্পও। তবে তালেবানের আফগান ক্ষমতা নেওয়ার পর নানা শঙ্কায় ঝুলে আছে সিরিজটির ভাগ্য।
আফগানিস্তান সিরিজ মাঠে গড়াবে কিনা সেটা সময় বলে দিবে। তবে বাংলাদেশ যুবাদের নিয়ে ভারতের আগ্রহের খবর প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।
বিসিসিআইয়ের একটি সূত্র বলছেন,
‘যুব বিশ্বকাপ সামনে রেখে বোর্ড সাধারণত ক্রিকেটারদের প্রস্তুত করতে ঘরে-বাইরে বেশি কিছু সিরিজ আয়োজন করে থাকে। করোনা মহামারী এসব স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটিয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে তরুণদের কিছু আন্তর্জাতিক অভিজ্ঞতার প্রয়োজন।’
‘যে কারণে বোর্ড চাচ্ছে দুইটি (বাংলাদেশ ও শ্রীলঙ্কা) দলকে আতিথেয়তা দিতে। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বাংলাদেশ বেশ কঠিন প্রতিপক্ষ। এই টুর্নামেন্ট আমাদের ছেলেদের প্রস্তুতিতে সাহায্য করবে।’
উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়কালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হওয়ার কথা আসন্ন যুব বিশ্বকাপ। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সর্বশেষ আসরে ফাইনালে ভারতকে হারায় বাংলাদেশের যুবারা।