

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২য় টেস্টে ফাওয়াদ আলমের অধ্যবসায় এবং নায়কোচিত ব্যাটিংয়ে যারপরনাই মুগ্ধ পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আখতার। ১২৪ রানের হার না মানা ইনিংস খেলেছেন তিনি।
দলের বিপর্যয়ে অধিনায়ক বাবর আজমকে সাথে নিয়ে প্রায় ১৫০ রানের জুটি গড়েছিলেন ফাওয়াদ। ব্যক্তিগত ৭৬ রানের মাথায় ইনজুরির শিকার হয়ে রিটায়ার্ড হার্ট হয়েছিলেন। ইনজুরিকে পরাস্ত করে ৩য় দিনে আবার ব্যাটিংয়ে এসে সেঞ্চুরির পাশাপাশি দলকে শক্ত অবস্থানে নিয়ে যান।
View this post on Instagram
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে গত এক দশক ধরে ফাওয়াদ ধারাবাহিকতার সাথে পারফর্ম করেছেন। তার এমন কঠোর পরিশ্রমে অভিভূত শোয়েব।
‘ফাওয়াদ সত্যিকার অর্থে জিনিয়াস। সে টিভিতে কাজ করেছে, ক্রিকেট খেলছে এবং নাটকেও অভিনয় করেছে। কিন্তু সবসময় পারফর্ম করে চলেছে। ১১ বছর জাতীয় দলের বাইরে থাকলেও আন্তরিকতার সাথে ঘরোয়া ক্রিকেট খেলেছে। ওকে আমি সম্মান জানাই,’ বলেন শোয়েব।