‘দ্য হান্ড্রেড’এর চ্যাম্পিয়ন সাউর্দান ব্রেভ ও ওভাল

featured photo updated 5
Vinkmag ad

ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’ এর পর্দা নামল। প্রথম আসরের চ্যাম্পিয়ন সাউদার্ন ব্রেভ। অপরদিকে মেয়েদের ফাইনালে সাউর্দান ব্রেভকে হারিয়ে শিরোপা জিতল ওভাল ইনভিন্সিবলস।

লর্ডসে গত রাতে ফাইনালে বার্মিংহাম ফিনিক্সকে ৩২ রানে হারিয়ে ‘দ্য হান্ড্রেড’ এর প্রথম আসরের শিরোপা জিতল সাউর্দান ব্রেভ। নির্ধারিত ১০০ বলে ৫ উইকেটের বিনিময়ে ১৬৮ রান তোলে সাদার্ন ব্রেভ। ৩৬ বলে ৬১ রানের ইনিংস খেলেন ওপেনার পল স্টার্লিং। এছাড়া রস হোয়াইটলি ৪৪ রান করে অপরাজিত থাকেন। কুইন্টন ডি’কক ৭, জেমস ভিনস ৪, অ্যালেক্স ডেভিস ২৭, টিম ডেভিড ১৫ রানে আউট হন।

জবানে ১০০ বলে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলতে সক্ষম হয় বার্মিংহ্যাম ফিনিক্স। লিয়াম লিভিংস্টোন ৪৬ ও মইন আলি সর্বোচ্চ ৩৬ রান করেন। সাউদার্ন ব্রেভের হয়ে একটি করে উইকেট নেন জর্জ গার্টন, ক্রেইগ ওভারটন, টিমাল মিলস ও জেক লিনটট। ফাইনাল সেরা নির্বাচিত আইরিশ ওপেনার পল স্টার্লিং।

ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন পল স্টার্লিং। টুর্নামেন্টের সেরার পুরস্কার জিতেছেন বার্মিংহামের লিয়াম লিভিংস্টোন।

অন্যদিকে, মেয়েদের হান্ড্রেড টুর্নামেন্টের ফাইনালে টসে হেরে ব্যাট করতে নেমে ১০০ বলে ৬ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে ওভাল ইনভিন্সিবলস। দলের হয়ে সর্বোচ্চ ১৪ বলে ২৬ রান করেন মারজান ক্যাপ। এরপর বল হাতেও ৪ উইকেট তুলে নেন মাত্র ৯ রান খরচে। জবাবে নির্ধারিত বলের আগেই মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় সাউর্দান ব্রেভ। ৪৮ রানের বড় জয়ে অভিষেক আসরের শিরোপা ঘরে তুলে ওভাল।

ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মারজান ক্যাপ। টুর্নামেন্টের সেরার পুরস্কার জিতেছেন ওভালের অধিনায়ক ড্যান ভান নেইকার্ক। তিনি টুর্নামেন্টে সবথেকে বেশি ২৫৯ রান সংগ্রহ করেছেন।

৯৭ ডেস্ক

Read Previous

বাংলাদেশে কি ধরণের কন্ডিশন ও খাবার অপেক্ষা করছে জানেন রাচিন রবীন্দ্র

Read Next

নারী ক্রিকেট দিয়ে অলিম্পিক পদকের আক্ষেপ ঘুচাবে বাংলাদেশ

Total
16
Share