

আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ২০২১ এ এখন অব্দি খুব একটা স্বস্তিতে নেই রাজস্থান রয়্যালস। করোনার কারণে মাঝপথে স্থগিত হবার আগ অব্দি ৭ ম্যাচ খেলে ৩ জয়ে পয়েন্ট তালিকার ৫ নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টের বাকি অংশ শুরু করার আগে দুঃসংবাদ জানাল রয়্যালস শিবির। সেখানে জস বাটলারের সার্ভিস পাচ্ছে না তারা।
এবারের আসরে ৭ ম্যাচ খেলা জস বাটলার টুর্নামেন্টের ৭ম সর্বোচ্চ রান (২৫৪) সংগ্রাহক, রাজস্থানের পক্ষে তার চেয়ে রান করেছে কেবল অধিনায়ক সাঞ্জু স্যামসন (২৭৭)।
রাজস্থান রয়্যালস জানিয়েছে জস বাটলার ও তার স্ত্রী লুইস তাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছে। যেকারণে জস বাটলার আইপিএলের বাকি অংশে খেলতে পারবেন না।
বাটলার ও তার পরিবারের প্রতি শুভকামনা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
Jos Buttler will not be part of the remainder of #IPL2021, as he and Louise are expecting a second child soon.
We wish them well, and can’t wait for the newest member of the #RoyalsFamily. 💗 pic.twitter.com/rHfeQTmvvg
— Rajasthan Royals (@rajasthanroyals) August 21, 2021
জস বাটলারের মত টুর্নামেন্টের বাকি অংশে জফরা আর্চার ও বেন স্টোকসের সার্ভিসও পাবে না রাজস্থান।
এদিকে টুর্নামেন্টের বাকি অংশের জন্য রাজস্থান রয়্যালস রিপ্লেসমেন্ট ও খুঁজে নিয়েছে। নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান গ্লেন ফিলিপসকে দলে ভিড়িয়েছে তারা।
নিউজিল্যান্ডের হয়ে ১ টেস্ট ও ২৫ টি-টোয়েন্টি খেলা গ্লেন ফিলিপস এখনও আইপিএলে কোন ম্যাচ খেলেননি।
The Kiwi wicketkeeper-batter is the Royals’ first replacement player signing for the
remainder of #IPL2021.— Rajasthan Royals (@rajasthanroyals) August 21, 2021