

করোনা পরীক্ষায় কয়েকজন ক্রিকেটার পজিটিভ প্রমাণিত হওয়ায় নির্ধারিত সময়ের ৪ দিন পর শুরু হচ্ছে এইচপি ক্যাম্প।যদিও দুই দফা নেগেটিভ হয়ে আগামীকাল (২২ আগষ্ট) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্যাম্প শুরু করবে আকবর আলিরা। জাতীয় দলের জন্য নিজেদের প্রস্তুতের এই মিশনে বড় চ্যালেঞ্জ বায়ো বাবলে থাকা।
যদিও এইচপি চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় আজ (২১ আগস্ট) ক্রিকেটারদের ঢাকা ত্যাগের আগে বায়ো বাবল নিয়ে দিয়েছেন বিশেষ পরামর্শ।
২২ সদস্যের স্কোয়াডটি চট্টগ্রামে ৭ সপ্তাহের ক্যাম্প করবে। যেখানে ‘এ’ দলের ক্রিকেটারদের সাথে তিনটি একদিনের ও দুইটি চারদিনের ম্যাচ খেলবে এইচপি ইউনিট।
আজ ঢাকা ছাড়ার আগে যুব বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য আকবর আলি ও তৌহিদ হৃদয় বিসিবির বরাত দিয়ে নিজেদের লক্ষ্য ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন।
View this post on Instagram
যুব বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলি বলেন, ‘আমাদের এই ক্যাম্পের মূল উদ্দেশ্যই থাকবে যে কঠিন একটি পরিস্থিতি আছে এখানে, জৈব সুরক্ষা বলয় মেনে চলতে হবে এবং খুব সতর্কতার সাথে আমাদের ক্যাম্পে থাকতে হবে। মেডিকেল বিভাগ ও আমাদের (এইচপি) বিভাগের চেয়ারম্যান গতকাল (শুক্রবার) আমাদের এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন।’
‘ তো সেগুলো আমরা চেষ্টা অরব মেনে চলার। সবারই তো মূল উদ্দেশ্য থাকে জাতীয় দলে খেলার। তো জাতীয় দলে খেলার জন্য যে সমস্যাগুলো রয়েছে, আমাদের সে সমস্যাগুলো আমরা এই ক্যাম্পের মাধ্যমে কাটিয়ে ওঠার চেষ্টা করব। কিছুটা হলেও আমরা যেন এই ক্যাম্প থেকে উন্নতি করতে পারি সেটাই মূল লক্ষ্য থাকবে।’
তৌহিদ হৃদয়ের কণ্ঠেও বায়ো বাবল চ্যালেঞ্জের সুর, ‘আসলে করোনা মহামারীর মধ্যে এই ক্যাম্পটা করা অনেক কঠিন ছিল; অনেক কিছু পার করে আমরা ক্যাম্প করতে যাইতেছি। আমাদের মূল লক্ষ্য থাকবে এইচপি ক্যাম্প থেকে কীভাবে আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের টেকনিক্যাল সাইডগুলো ভালো করবো, উন্নতি করবো।’
‘যাতে আন্তর্জাতিক ক্রিকেটে আমরা সারভাইভ করতে পারি। আমাদের চেয়ারম্যান দুর্জয় স্যার বলেছেন বায়োবাবলের ব্যাপারটা। আমরা অনেক সিরিয়াস কারণ বায়োবাবল মেনটেইন করা কঠিন একটা ব্যাপার। আমাদের সবার সেরা চেষ্টা থাকবে কীভাবে বায়োবাবল মেইনটেইন করতে পারি, যাতে করে কোন দূর্ঘটনা না ঘটে।’
বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াড-
ব্যাটসম্যান- তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম ইমন
উইকেটরক্ষক- ইমরানুজ্জামান ইমরান, আকবর আলি
স্পিনার- মিনহাজুল আবেদিন আফ্রিদি, রাকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন
পেসার- শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহীন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, রেজাউর রহমান রাজা ও রুয়েল মিয়া।
এইচপি ক্যাম্পের সূচিঃ
স্কিল ও ফিটনেস ট্রেনিং- ২২, ২৭, ২৯, ৩০ আগস্ট, ১, ১৪, ২৪-২৭ সেপ্টেম্বর, ১-৪, ৬-৮ অক্টোবর
সেন্টার উইকেটে প্র্যাকটিস- ২৩, ২৫, ২৮ আগস্ট, ২৮-২৯ সেপ্টেম্বর
ট্রেনিং- ৮ সেপ্টেম্বর
এ দলের বিপক্ষে ম্যাচ-
১ম ওয়ানডে- ২ সেপ্টেম্বর
২য় ওয়ানডে- ৪ সেপ্টেম্বর
৩য় ওয়ানডে- ৬ সেপ্টেম্বর
১ম চারদিনের ম্যাচ- ৯-১২ সেপ্টেম্বর
২য় চারদিনের ম্যাচ- ১৫-১৮ সেপ্টেম্বর।